ডি ভিলিয়ার্সের ছক্কার ডাবল সেঞ্চুরি

যেভাবে ছুটছিলেন, একটা সময় মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুইশ রান করেই ফেলবেন। সেটি শেষ পর্যন্ত য়নি। তবে রান সংখ্যায় না হলেও আরেকটি ডাবল সেঞ্চুরি ঠিকই করেছেন এবি ডি ভিলিয়ার্স; ছক্কার ডাবল সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 06:29 PM
Updated : 18 Oct 2017, 07:36 PM

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পার্লে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংসে ৭টি ছক্কা মেরেছেন ডি ভিলিয়ার্স। এর মাঝে ৬ নম্বর ছক্কাটি ছিল ওয়ানডেতে তার দুইশতম ছক্কা। ওয়ানডেতে ছক্কার ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটারের সংখ্যাও হলো ছয়। এদের মধ্যে ডি ভিলিয়ার্সই প্রথম দক্ষিণ আফ্রিকান।

২১৪ ইনিংসে এখন ২০১টি ছক্কা ডি ভিলিয়ার্সের। ২২৮ ইনিংসে ২০০ ছক্কায় ক্যারিয়ার শেষ করেছেন ব্রেন্ডন ম্যাককালাম।

২৬৩ ইনিংসে মহেন্দ্র সিং ধোনি মেরেছেন ২১৪ ছক্কা। ২৬৮ ইনিসে ক্রিস গেইল ২৫২টি। ৪৩৩ ইনিংসে সনাথ জয়াসুরিয়ার ছক্কা ২৭০টি। অনেকটা এগিয়ে থেকে ছক্কার বিশ্ব রেকর্ড শহীদ আফ্রিদির। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ৩৬৯ ইনিংসে মেরেছেন ৩৫১টি ছক্কা।

দক্ষিণ আফ্রিকানদের মধ্যে ডি ভিলিয়ার্সের পর সবচেয়ে বেশি ছক্কা জ্যাক ক্যালিসের, ১৩৭টি।