মেহরাব-আশরাফুলের অপরাজিত অর্ধশতক

দুই ওপেনার ফিরলেন পঞ্চাশের দোড়গোড়া থেকে। তবে সেই ভুল করেননি অন্য দুজন। অপরাজিত অর্ধশতকে দিন শেষ করলেন মেহরাব হোসেন জুনিয়র ও মোহাম্মদ আশরাফুল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 12:22 PM
Updated : 6 Oct 2017, 12:22 PM

জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে চতুর্থ রাউন্ডের প্রথম দিন শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে চট্টগ্রামে ৩ উইকেটে ২৩৬ রান তুলেছে ঢাকা মেট্রোপলিটন।

টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রোকে ৯২ রানের উদ্বোধনী জুটি এনে দেন শামসুর রহমান ও সৈকত আলি। ৪৮ রানে সৈকতের বিদায়ে ভাঙে এই জুটি। খানিক পর শামসুর ফেরেন ৪৬ রানে।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মার্শাল আইয়ুব এবার আউট ১ রানেই। ঢাকা মেট্রোর রান তখন ৩ উইকেটে ১১৬।

এরপর সারাদিনে আর উইকেট হারায়নি তারা। ধৈর্যশীল ও মন্থর ব্যাটিংয়ে ঢাকা মেট্রোর রান বাড়ান মেহরাব ও আশরাফুল। দিন শেষে দুজনের ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি ৩১৬ বলে।

প্রথম রাউন্ডে সেঞ্চুরির পর পর অসুস্থতায় দুই রাউন্ড খেলেননি আশরাফুল। ফিরে এবার অপরাজিত ১৪৩ বলে ৫৪ রানে।

আগের দুই ম্যাচ ৬৬ ও ৮৯ রানে আউট হওয়ার পর আবার সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন মেহরাব। ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত তিনি ২১৩ বলে ৭৫ রানে।

বগুড়ায় ভেজা আউটফিল্ডের কারণে একটি বলও হয়নি দ্বিতীয় স্তরের রাজশাহী ও সিলেটের ম্যাচে।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৯০ ওভঅরে ২৩৬/৩ (শামসুর ৪৬, সৈকত ৪৮, মেহরাব জুনিয়র ৭৫*, মার্শাল ১, আশরাফুল ৫৪*; রানা ০/৪৩, বেলাল ০/২৯, ওয়াহিদুল ০/৪২, কাজি কামরুল ১/৪৮, রনি ২/৫৮, তাসামুল ০/৯, সাজ্জাদুল ০/১)