উইকেট দেখে বিস্মিত বাংলাদেশ

আগের দিন ফাফ দু প্লেসি বলেছিলেন কেমন উইকেট চান। উইকেটে ঘাস থাকবে, বাউন্স থাকবে, গতি আর সুইংও থাকবে। বাংলাদেশেও ভেবে নিয়েছিল তেমন উইকেটই থাকবে। কিন্তু অতিথিদের অবাক করে ফ্ল্যাট উইকেট বানিয়েছেন সেনওয়েস পার্কের কিউরেটর।

ক্রীড়া প্রতিবেদক পচেফস্ট্রুম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2017, 05:47 PM
Updated : 28 Sept 2017, 06:58 PM

প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সাব্বির রহমান জানালেন, প্রথম টেস্টের উইকেট দেখে বিস্মিত দল।

“সাধারণভাবে দক্ষিণ আফ্রিকায় খেলতে এলে ঘাসের উইকেট পাওয়ার কথা। আমরা উইকেট দেখে পুরোপুরি বিস্মিত হয়েছি। এটা বাংলাদেশের মতন উইকেট।”

পরে আরও নির্দিষ্ট করে বললেন বললেন, “উইকেট চট্টগ্রামের উইকেটের মতো। এটা দক্ষিণ আফ্রিকার উইকেটের মতো নয়।”

প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ২৯৮ রান। সারা দিনে মাত্র একটি উইকেট যাওয়ায় সাব্বির দায় নিজেদের বাজে বোলিংয়ের পাশাপাশি দিলেন উইকেটকেও।

“যেমন আশা করেছিলাম তেমন উইকেট পাইনি আমরা। এটা পুরোপুরি ফ্ল্যাট উইকেট। আমরা মোটামুটি বল করেছি, উইকেট নেওয়ার মতো বোলিং করতে পারিনি। আমরা চেষ্টা করেছি ভালো বোলিং করার জন্য, ভালো জায়গায় বোলিং করার জন্য। রানটা বেঁধে রাখার জন্য। এটাই আমাদের কাজ ছিল আজকে।”

প্রথম দিন সেই কাজ ঠিকঠাক করতে পারেনি বাংলাদেশ।