কোহলি কোহলির মতো, আমি আমার মতো: সাব্বির

তুলনাটি চমকে দিতে পারতো তাকে। পারতো উচ্ছ্বাসে ভাসিয়ে নিতে। কিন্তু সে রকম কিছু দেখা গেল না সাব্বির রহমানের মাঝে। কিংবা ভেতরে থাকলেও প্রকাশ করলেন না। বরং উত্তরটিই চমকে দিল অনেককে। বিরাট কোহলির মত নন, সাব্বির হতে চান নিজের মতোই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 02:01 PM
Updated : 4 Sept 2017, 03:28 PM

তুলনাটি এসেছে ন্যাথান লায়নের কণ্ঠে। অস্ট্রেলিয়ান স্পিনার সাব্বিরের মাঝে দেখেছেন কোহলির ছায়া। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছেন সাব্বির, সেই ব্যাটিংয়ের ধরন, শট খেলা, উইকেটে পদচারণা, সব দেখে লায়নের মনে পড়েছে কোহলিকে।

সংবাদ সম্মেলনে এক অস্ট্রেলিয়ান সংবাদকর্মীই সাব্বিরকে বললেন লায়নের কথা। সমসাময়িক যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য কোহলির সঙ্গে তুলনা অনেকটা স্বপ্নের মতো। তবে সাব্বিরকে মনে হলো বেশ নির্লিপ্তই।

“লায়ন গ্রেট বোলার। ৫ উইকেট পেয়েছে, ওকে অভিনন্দন। বিরাট কোহলির মত ব্যাটসম্যান এখনও আমি হতে পারিনি। চেষ্টা করলে অবশ্য সবই সম্ভব।”

“তবে কোহলি কোহলিই, আমি আমার মতই। একাই। তো কোহলির সঙ্গে তুলনা বড় নয়। আমি আমার খেলা যদি খেলতে পারি বা দলে অবদান রাখতে পারি, সেটিই গুরুত্বপূর্ণ।”

নিজের মতো হতে চাওয়া, নিজের পথ ধরে এগিয়ে চলা, সাব্বিরের এই কথায়ও ফুটে উঠল পরিণত মানসিকতার প্রতিচ্ছবি।