ক্যারিবিয়ানে বিবর্ণ মাহমুদউল্লাহ

আগের ম্যাচে খুব বেশি কিছু করার ছিল না। দলের জয়ে অপরাজিত ছিলেন ১ রানে। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পরের ম্যাচে ব্যর্থ মাহমুদউল্লাহ। হারল তার দল জ্যামাইকা তালাওয়াহস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 05:43 AM
Updated : 27 August 2017, 05:44 AM

বাংলাদেশ সময় রোববার সকালে সিপিএলের ম্যাচে মাহমুদউল্লাহ যখন ব্যাটিংয়ে নামলেন, জয়ের জন্য তার দলের চাই ওভারপ্রতি ১১ রানের বেশি। কিন্তু ১১ বলে ৬ রানে আউট হয়ে ফিরেছেন তিনি দলের চাপ আরও বাড়িয়ে।

ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৩৬ রানে হেরেছে মাহমুদউল্লাহর দল জ্যামাইকা তালাওয়াহস।

কিংস্টনে ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান তুলেছিল ত্রিনবাগো। ৬ ছক্কায় ৬২ বলে ৯১ করেন ব্রেন্ডন ম্যাককালাম, ২৪ বলে ৪২ কলিন মানরো। ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে ১৩ বলে ২৮।

আগের মাচের মতো এদিনও বোলিং পাননি মাহমুদউল্লাহ।

জ্যামাইকার হয়ে ৩৬ বলে ৫৩ করেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ১৯ বলে ৩৬ লেন্ডল সিমন্স। ২০ ওভারে তারা তুলতে পারে ৭ উইকেটে ১৩২।