কুক, রুটের রেকর্ড জুটিতে পাহাড়ের পথে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2017 03:17 AM BdST Updated: 18 Aug 2017 03:20 AM BdST
অচেনা দিন-রাতের ম্যাচে ইংল্যান্ডকে প্রথম দিন পথ দেখিয়েছেন বর্তমান ও সাবেক অধিনায়ক। ত্রয়োদশ শতক করে ফিরে গেছেন জো রুট। ৩১তম শতক হাঁকানো অ্যালেস্টার কুক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলকে নিয়ে যাচ্ছেন রানের পাহাড়ের দিকে।
দুই জনের দুটি ইংলিশ রেকর্ড গড়ার দিনটি পুরোপুরি স্বাগতিকদের। এজবাস্টনের ৫০তম টেস্টের দিনটি স্মরণীয় করে রাখতে ধ্রুপদী ব্যাটিংয়ে দলকে সামনে থেকে এগিয়ে নিয়েছেন রুট। যথারীতি অটল সাবেক অধিনায়ক কুক।
প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩৪৮ রান। বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান কুক ১৫৩ ও ডাভিড মালান ২৮ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে দুই জনে এরই মধ্যে গড়েছেন ৬১ রানের জুটি।

টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান টম ওয়েস্টলিও ফিরেছেন ৮ রানে। মিগুয়েল কামিন্সের বলে তিনি এলবিডব্লিউ হওয়ার সময় অষ্টর ওভারে ইংল্যান্ডের স্কোর ৩৯/২।
সেখান থেকে ২৪৮ রানের দারুণ এক জুটিতে স্বাগতিকদের দৃঢ় ভিতের ওপর দাড় করিয়েছেন কুক, রুট। এজবাস্টনে তৃতীয় উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। দিন-রাতের টেস্টে যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ।

যথারীতি আক্রমণাত্মক মেজাজে ছিলেন রুট। দারুণ ছন্দে থাকা ডানহাতি ব্যাটসম্যান টানা ১১ টেস্টে অন্তত এক ইনিংসে পেয়েছেন পঞ্চাশ বা তার বেশি রান। ১৮৯ বলে ২২টি চারে গড়া ১৩৬ রানের ইনিংসে দাঁড়িয়েছেন ভিভ রিচার্ডস, গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ ও মুমিনুল হকের পাশে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে অর্ধশতক করে জন এডরিচের রেকর্ড স্পর্শ করেছিলেন ইংলিশ অধিনায়ক। ১২ ম্যাচে এই কৃতিত্ব দেখিয়ে তার সামনে আছেন কেবল দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
প্রায় ৬৭ ওভার স্থায়ী জুটি ভাঙেন রোচ। বোলিংয়ে ফিরে রুটকে বোল্ড করেন এই পেসার। প্রথম দিন অতিথিদের সেরা বোলার তিনিই। আর কেউ খুব একটা সুবিধা করতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৪৮/৩ (কুক ১৫৩* স্টোনম্যান ৮, ওয়েস্টলি ৮, রুট ১৩৬, মালান ২৮*; রোচ ২/৭২, জোসেফ ০/৮৫, কামিন্স ১/৬১, হোল্ডার ০/৫৮, চেইস ০/৫৮, ব্র্যাথওয়েইট ০/৬)
-
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
-
গল টেস্টে অনায়াসেই জিতল ইংল্যান্ড
-
এই সিরিজে ভারতই সেরা, ওয়ার্নের রায়
-
‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
-
আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি
-
জয়ের দুয়ারে ইংল্যান্ড
-
বাংলাদেশের স্পিন চতুষ্টয় ভুলছে না উইন্ডিজ
-
দুই সিরিজ পর কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- কোভিডের দ্বিতীয় ঢেউ: জাপানে আত্মহত্যা বেড়েছে ১৬ শতাংশ
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ