দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ডি কক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2017 06:19 PM BdST Updated: 14 May 2017 06:19 PM BdST
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। জিতেছেন বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোট পাঁচটি পুরস্কার পেয়েছেন ডি-কক। ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের বাকি দুটো পুরস্কার ক্রিকেটার ও ভক্তদের সেরা খেলোয়াড়ের।
গতবার সর্বোচ্চ ছয়টি পুরস্কার পেয়েছিলেন তরুণ ডানহাতি পেসার কাগিসো রাবাদা।
একমাত্র বড় যে পুরস্কারটি ডি কক মুঠোয় পুরতে পারেননি সেটি জিতেছেন ইমরান তাহির। আবারও বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছেন এই লেগ স্পিনার।
বছরটি দারুণ কেটেছে ডি ককের। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষ খেলেছেন ক্যারিয়ার সেরা ১৭৮ রানের অসাধারণ এক ইনিংস। গত নভেম্বরে এই দলের বিপক্ষে তার ঝকঝকে শতকে হোবার্ট টেস্ট ইনিংস ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা।
বর্ষসেরা নতুন আন্তর্জাতিক খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ২৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ।
গতবারের মতো এবারও বর্ষসেরা ডেলিভারির পুরস্কার জিতেছেন রাবাদা।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক