জহুরুল-মুমিনুলের ব্যাটে গাজীর জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2017 07:11 PM BdST Updated: 09 May 2017 07:11 PM BdST
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বাধাও পার হয়ে গেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। জহুরুল ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে পেয়েছে দারুণ জয়।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মঙ্গলবার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৪ রানে জিতেছে গাজী। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আট ম্যাচে এটি তাদের অষ্টম জয়। ১২ পয়েন্ট নিয়ে তাদের পেছনে আছে আবাহনী।
চোটের জন্য আগের ম্যাচে নিয়মিত অধিনায়ক আব্দুর রাজ্জাককে হারানো শেখ জামালের এটি টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় পরাজয়।
বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের ইনিংসের মাঝে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে। টস জিতে ব্যাট করতে নামা দলটি ৯ উইকেটে করে ২৩২ রান।
দলের প্রথম সাত ব্যাটসম্যানের সবাই যান দুই অঙ্কে। সর্বোচ্চ তানবীর হায়দারের ৫৭ রান। আর কেউ চল্লিশ পর্যন্ত যেতে পারেননি।
দ্বিতীয় উইকেটে ফজলে মাহমুদের সঙ্গে প্রশান্ত চোপড়ার ৬২ রানের পর অর্ধশত রানের জুটি হয়নি আর একটিও।
গাজীর মেহেদী হাসান ও আবু হায়দার নেন দুটি করে উইকেট।
ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন গাজীর লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২৩৭ রান। তাদের ইনিংসের ২১তম ওভারে বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়।
সে সময় গাজীর স্কোর ছিল ২ উইকেটে ১১৪ রান। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সে সময়ে লক্ষ্যের চেয়ে এগিয়ে থাকা দলটি জেতে ২৪ রানে।
শুরুতে এনামুল হককে হারানো গাজীকে কক্ষপথে রাখেন জহুরুল ও মুমিনুল। দুই জনের ৬৮ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যায় দলটি। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতি কত রান দরকার সেটা বিবেচনায় রেখেই ব্যাট করছিলেন দুই জনে।
৪৫ বলে ৭টি চারে ৪৬ রান করে ফিরেন মুমিনুল। ম্যাচ সেরা জহুরুল অপরাজিত ছিলন ৪৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৩ ওভারে ২৩২/৯ (মাহমুদ ৩৮, আল মামুন ২৩, প্রশান্ত ৩৫, তানবীর ৫৭, রাজিন ১৬, জিয়া ২০, সোহাগ ২১, সানি ৮, মাহমুদুল ৭*, শাহাদাত ০, শাকিল ০*; হায়দার ২/৪৭, হোসেন ১/২৯, মেহেদী ২/৩৬, শুভ ১/৪৩, শাহজাদা ১/১৪, রসুল ১/৬২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ২০.৫ ওভারে ১১৪/২ (এনামুল ১২, জহুরুল ৪৯*, মুমিনুল ৪৬, শুভ ৫*; শাহাদাত ০/১৮, সোহাগ ১/২১, সানি ০/১৬, জিয়া ০/১৫, মাহমুদ ০/২৫, তানবীর ১/১৭)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৪ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
-
ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁয়ে ম্যাককালামের কাছে স্টোকস
-
৫ বছর পর বাদ পড়লেন মুমিনুল
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- পদ্মা সেতু: এক নজরে
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট