আইপিএল থেকে ফিরলেন মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2017 09:49 PM BdST Updated: 03 May 2017 09:49 PM BdST
গতবার স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল সাজ সাজ রব। মাথায় তুলে দেওয়া হয়েছিল গোলাপের তাজ, গলায় মালা। এবার মাঠের অভিজ্ঞতা, ফেরার চিত্র, সবকিছুই উল্টো। অনেকটা নীরবেই আইপিএল থেকে দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান।
দ্বিতীয়বার আইপিএল অভিযান শেষে বুধবার বিকেলে ঢাকায় ফিরেছেন মুস্তাফিজ। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পর দেশে ফিরে আইপিএল খেলতে ভারতে গিয়েছিলেন গত ১১ এপ্রিল।
গত মৌসুমে প্রথমবার আইপিএল খেলতে গিয়েই সাড়া জাগিয়েছিলেন মুস্তাফিজ। একের পর এক ম্যাচে দারুণ বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। নিজে পেয়েছিলেন টুর্নামেন্টের ইমার্জিং ক্রিকেটারের স্বীকৃতি।
এবারও দারুণ কিছুর আশায় যাওয়ার পরদিনই ম্যাচ খেলতে নামিয়ে দিয়েছিল সানরাইজার্স। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। দারুণ বোলিংয়ে জাকিয়ে বসেন আফগান লেগ স্পিনার রশিদ খান। সব মিলিয়ে মুস্তাফিজ সুযোগ পাননি আর একটি ম্যাচও।
আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি সাকিব আল হাসান ফিরছেন বৃহস্পতিবার। এদিনই তার বোনের আকদ। শুক্রবারই একসঙ্গে দেশ ছাড়ার কথা মুস্তাফিজ ও সাকিবের।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়