'সাকিব সেই আগের বোলার নেই'

নিজের মতই খেলা উচিত নাকি দলের প্রয়োজন মত? সাকিব আল হাসানের ব্যাটিং নিয়ে ইদানিং আলোচনা বেশি। চন্দিকা হাথুরুসিংহে তুলে আনলেন আরেকটি দিকও। দলের বোলিং সীমাবদ্ধতা প্রসঙ্গে বাংলাদেশ কোচ বললেন, সাকিব তো সেই আগের বোলার নেই!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 01:51 PM
Updated : 12 March 2017, 02:13 PM

গল টেস্ট শেষে রাতেই কলম্বোয় পৌঁছেছে বাংলাদেশ দল। পরের টেস্টের ভেন্যু পি সারা ওভালে রোববার ছিল ঐচ্ছিক অনুশীলন। সেখানেই বাংলাদেশ কোচ মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের।

সিরিজ শুরুর আগে অনেক স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সেই স্বপ্নের পালে হাওয়া দিয়েছিলেন স্বয়ং কোচও। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের ধাক্কায় যেন ঘুম ভেঙেছে। বাস্তবে ফিরে কোচের এখন উপলব্ধি, চাওয়াটাই বেশি হয়ে যাচ্ছে!

“২০টি উইকেট নেওয়ার পথ খুঁজে বের করতে হবে আমাদের। আমাদের বোলিং আক্রমণ খুবই অনভিজ্ঞ। টেস্ট ক্রিকেটে পায়ের নিচে জমি খুঁজে পেতে চাইছে, এমন একটি দলের কাছে আমরা খুব বেশি কিছু চেয়ে ফেলছি। এটাই সত্যি।”

“এই বোলিং আক্রমণ থেকে সাকিবকে বাইরে রাখুন, বাকি চার বোলারের সম্মিলিত অভিজ্ঞতা মাত্র ১৫ টেস্ট। সাকিবও সেই আগের বোলার নেই, ২০১০ সালের সময়টায় যখন সহায়ক কন্ডিশনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিত। আমরা এখন দেশের বাইরে খেলছি।”

বহু চর্চিত কথাটিই আরও একবার বললেন হাথুরুসিংহে। আরও সময় গড়ালে, আরও অভিজ্ঞ হলেই কেবল টেস্টে ভালো করতে শুরু করবে বাংলাদেশ।

“টেস্টে উইকেট নিতে হলে ব্যাটসম্যানদের ‘সেট আপ’ করতে হবে। সেই বুদ্ধিমত্তা আসে বেশি বেশি খেললে। আমরা যত বার্তাই দেই, যত কথাই বলি, এটার জন্য সময় লাগবেই। প্রতিপক্ষেরও তো স্কিল আছে, পরিকল্পনা থাকে!”

“আমরা শিখছি ও উন্নতি করছি। যখন আমরা শক্ত অবস্থানে যাব, ‘ব্রেক থ্রু’ জয়টা পাব, আমার মতে তার পরই আমরা ভালো করতে শুরু করব।”

বাংলাদেশের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কার সবচেয়ে অনভিজ্ঞ দল এটিই। কিন্তু কোচের কথায় ফুটে উঠল, এই সফরও তাহলে বাংলাদেশের শিক্ষা সফর! কোচের কাঙ্ক্ষিত “ব্রেক থ্রু” জয় কবে আসবে, কে জানে!