তুষার-ইমরুলদের ম্যাচ বাঁচানোর লড়াই

আফিফ হোসেনের সেঞ্চুরিতে আগের দিন ছিল পূর্বাঞ্চলের দাপট। তৃতীয় দিনও প্রায় পুরো সময় ব্যাট করল পূর্বাঞ্চল। শতক আর না এলেও অর্ধশতক হলো আরও তিনটি। বড় লিড নিয়ে ইনিংস ঘোষণা করল পূর্বাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2017, 11:40 AM
Updated : 28 Feb 2017, 11:40 AM

বিসিএলের পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে চট্টগ্রামে ৭ উইকেটে ৫২৩ রানে ইনিংস ঘোষণা করেছে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে ২৯৬ রান তোলা দক্ষিণাঞ্চল তৃতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ২৯ রান তুলে।

৪ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শুরু করেছিল পূর্বাঞ্চল। তরুণ ইয়াসির আলিকে নিয়ে পঞ্চম উইকেটে ৭৭ রানের জুটি গড়েন অলক কাপালি।

নাঈম-তুষারদের সেঞ্চুরির মেলায় অবশ্য এদিনও সামিল হতে পারেননি অভিজ্ঞ কাপালি। আগের ম্যাচে ৭১ রানের পর এবার ফিরেছেন ৬৬ রানে।

বড় স্কোরের সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছেন ইয়াসির, আবুল হাসানরা। তবে মোহাম্মদ সাইফুদ্দিন ও রাহাতুল ফেরদৌসের জুটি পূর্বাঞ্চলকে নিয়ে যায় পাঁচশ ছাড়িয়ে।

সপ্তম উইকেটে দুই তরুণ অলরাউন্ডার গড়েছেন ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি। দুজনই করেছেন অপরাজিত অর্ধশতক।

২২৭ রানে এগিয়ে ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল। বিকেলে ৮ ওভার ব্যাট করে উইকেট হারায়নি দক্ষিণাঞ্চল।

ইনিংস হার এড়াতেই দক্ষিণাঞ্চলের প্রয়োজন আরও ১৯৮ রান। তবে ব্যাট হাতে নামার অপেক্ষায় থাকা ইমরুল কায়েস, তুষার ইমরানরা আছেন দারুণ ফর্মে। এগিয়ে থাকলেও শেষ দিনে সহজ হবে না পূর্বাঞ্চলের জয়।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৯৬

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৭৮ ওভারে ৫২৩/৭ (ডি.) (আগের দিন ২৯০/৪) (অলক ৬৬, ইয়াসির ৩৫, আবুল হাসান ৪১, সাইফুদ্দিন ৫০*, রাহাতুল ৬০*; আল আমিন ১/৯৫, রাজ্জাক ২/১৩৫, নাহিদুল ১/৯৮, জিয়াউর ১/৪২, নাজমুল অপু ২/৯৮, তুষার ০/৩৮)।

দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৮ ওভারে ২৯/০ (এনামুল ২৩*, ফজলে রাব্বি ৪*, আফিফ ০/১৪, নাঈম ০/২, সাকলাইন ০/৩, সাইফুদ্দিন ০/১, রাহাতুল ০/২, অলক ০/৫)