লিটন-জায়েদের নৈপুণ্যে ৩ দিনেই পূর্বাঞ্চলের জয়

লিটন দাসের দ্বিশতক আর আবু জায়েদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছে পূর্বাঞ্চল। তিন দিনেই মধ্যাঞ্চলকে ৯ উইকেটে হারিয়েছে অলক কাপালীর দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2017, 11:18 AM
Updated : 30 Jan 2017, 02:52 PM

বোলারদের নৈপুণ্যে মাত্র ৫৬ রানের লক্ষ্য পায় পূর্বাঞ্চল। লিটনকে হারিয়ে ১৩.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। মেহেদী মারুফ ১৪ ও জাকির হাসান ৩৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১ উইকেটে ৬৫ রান নিয়ে মধ্যাঞ্চল দিন শুরু করার পর পরই ফিরেন রকিবুল হাসান। অর্ধশতকে পৌঁছে পেসার জায়েদের বলে বোল্ড হন শামসুর রহমান।

থিতু হয়ে ফিরেন মার্শাল আইয়ুব ও তাইবুর রহমান। এরপর প্রায় একাই খেলতে হয় তানবীর হায়দারকে। ২৭ রানে অপরাজিত থাকেন এই লেগ স্পিন অলরাউন্ডার। প্রথম ইনিংসে ২২৪ রান করা মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৯৮ রানে।

তিনটি করে উইকেট নেন সাকলাইন সজীব ও আবুল হাসান। জায়েদ ও এবাদত হোসেন নেন দুটি করে।

প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ২১৯ রানের চমৎকার ইনিংস খেলা লিটন জিতেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২২৪

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৩৬৭

মধ্যাঞ্চল ২য় ইনিংস: ৭৭.৫ ওভারে ১৯৮ (শামসুর ৫১, সাইফ ৪, রকিবুল ৩০, মার্শাল ৩৫, তাইবুর ১৩, শুভাগত ৫, তানবীর ২৭*, জাকের ৬, মোশাররফ ৪, শরীফ ৪, শহিদুল ১০; জায়েদ ২/৪৮, এবাদত ২/৪০, হাসান ৩/৪২, সাইফুদ্দিন ০/১৫, সাকলাইন ৩/৩৯, কাপালী ০/৭)

পূর্বাঞ্চল ২য় ইনিংস: ১৩.৪ ওভারে ৫৭/১ (লিটন ৬, মারুফ ১৪*, জাকির ৩৩*; শহিদুল ০/১২, শামসুর ১/১৬, শুভাগত ০/১৪, তাইবুর ০/৬, মার্শাল ০/৫)

ফল: পূর্বাঞ্চল ৯ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস।