জহুরুল, নাঈমদের মন্থর ব্যাটিং

দক্ষিণাঞ্চলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দিন অর্ধশতক পেয়েছেন জহুরুল ইসলাম ও নাঈম ইসলাম। তাদের মন্থর ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহের ভিত পেয়েছে উত্তরাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2017, 02:41 PM
Updated : 28 Jan 2017, 02:42 PM

শনিবার ৯৩ ওভার খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ২১০ রান। ওভার প্রতি রান উঠে ২.২৫ করে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় উত্তরাঞ্চল। দ্বিতীয় ওভারে জুনায়েদ সিদ্দিককে ফেরান জিয়াউর রহমান। শুরুর সাফল্য ধরে রাখতে পারেনি দক্ষিণাঞ্চল।

দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন জহুরুল ও ফরহাদ হোসেন। ৩৫.৫ ওভার স্থায়ী জুটি ভাঙে অফ স্পিনার সোহাগ গাজীর বলে ফরহাদ উইকেটরক্ষক এনামুল হকের গ্লাভসবন্দি হলে।

তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়তে জহুরুল-নাঈম খেলেন ৩৪.১ ওভার। ২০৩ বলে চারটি চারে ৬৫ রান করা জহুরুলকে ফিরিয়ে জুটি ভাঙেন আব্দুর রাজ্জাক। দিনের শেষ সাফল্য সেটাই।

নাসির হোসেন মাঠে নামের পর কিছুটা বাড়ে রানের গতি। ৫৬ বলে ৩৫ রানে অপরাজিত আছেন জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা এই তরুণ। ১৭৯ বলে দুটি চারে ৫৪ রানে ব্যাট করছেন নাঈম।

আঁটসাঁট বোলিংয়ে ১৬ ওভারে ১৯ রান দিয়ে উইকেটশূন্য আল আমিন হোসেন। ২২ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন সোহাগ। সে তুলনায় রাজ্জাক খানিকটা খরুচে ২৮ ওভারে ৮২ রান দিয়ে পান ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৯৩ ওভারে ২১০/৩ (জহুরুল ৬৫, জুনায়েদ ২, ফরহাদ ৪৩, নাঈম ৫৪*, নাসির ৩৫*; আল আমিন ০/১৯, জিয়া ১/২৮, রাজ্জাক ১/৮২, সোহাগ ১/২৯, নাজমুল ০/৪১)