নিখুঁত বোলিংয়ে নিউ জিল্যান্ডের ‘ভালো দিন’

হ্যাগলি ওভালে ব্যাটিং যখন সহজ মনে হচ্ছিল তখনই নিজেদের সামর্থ্যটা দেখিয়েছেন নিউ জিল্যান্ডের পেসাররা। টিম সাউদি, ট্রেন্ট বোল্টের দারুণ বোলিংয়ে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশকে প্রথম দিনেই অলআউট করায় বোলিং ইউনিটকে কৃতিত্ব দিয়েছেন দিনের সেরা বোলার সাউদি। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 11:01 AM
Updated : 20 Jan 2017, 12:24 PM

বাংলাদেশকে ২৮৯ রানে গুটিয়ে দিতে ষষ্ঠবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন সাউদি। প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসেন তিনিই।

“আপনি কোনো দলকে এক দিনে অলআউট করতে পারলে তা অবশ্যই ভালো প্রচেষ্টা। ওরা ইতিবাচক পরিকল্পনা নিয়ে নেমেছিল। আমরা লক্ষ্যে রাখতে পারিনি এমন সব বল ওরা সীমানা ছাড়া করছিল, বিশেষ করে লাঞ্চের আগে।”

“আমার মনে হয়, আমরা আঘাত করতে পেরেছি আর শেষ দিকে রান রেটও কমিয়ে আনতে পেরেছি। এটা ভালো একটি দিন।”

দ্বিতীয় সেশনে ১৭ বলের মধ্যে সৌম্য সরকার, সাব্বির রহমান ও সাকিব আল হাসানের উইকেট তুলে নেয় নিউ জিল্যান্ড। দুই অভিষিক্ত নুরুল হাসান ও নাজমুল হোসেন শান্ত আর টেলএন্ডাররা লড়াই করলেও দিন পার করতে পারেনি বাংলাদেশ।

ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে টানা এক জায়গায় বল করতে পারেনি নিউ জিল্যান্ডের বোলাররা। সেবার ৮ উইকেটে ৫৯৫ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। সাউদি জানান, এবার ঠিক জায়গায় টানা বল করে যাওয়ার পরিকল্পনা নিয়েই নেমেছিলেন তারা।

“আমাদের শুরুটা ভালো ছিল। পরে ওরা একটা জুটি পেয়ে যায়। আমরা জানতাম, নিজেদের জায়গায় লম্বা সময় ধরে বল করে গেলে উইকেট নিতে সেটাই হবে সেরা সুযোগ।”

হ্যাগলি ওভারে প্রথম দিন শর্ট বলে বেশিরভাগ উইকেট পেয়েছে নিউ জিল্যান্ড। সঠিক জায়গায় টানা বল করে যাওয়ার ফল পেয়েছেন সাউদি-বোল্টরা। লাঞ্চের পর উইকেট অনেকটা সহজ হয়ে যাওয়ার পরও সমান কার্যকর ছিলেন তারা।