বাংলাদেশকে বোল্টের সমীহ

ম্যাচের ফল যাই হোক নিউ জিল্যান্ডে এবারের সফরের প্রতিপক্ষের শ্রদ্ধা আদায় করে নিয়েছে বাংলাদেশ। ট্রেন্ট বোল্ট মুগ্ধ ওয়েলিংটনে দুরূহ কন্ডিশনে অতিথিদের দারুণ ব্যাটিংয়ে। বাঁহাতি এই পেসার মনে করেন ক্রাইস্টচার্চে একই চেহারায় দেখা যাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 11:14 AM
Updated : 19 Jan 2017, 11:24 AM

শুক্রবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা বোল্টের কথায় বাংলাদেশের প্রতি সমীহ প্রকাশ পেল।

“চ্যালেঞ্জিং উইকেটে ৫৯৫ রানের সংগ্রহ গড়তে ওরা অসাধারণ ভালো ব্যাটিং করেছিল। দ্বিতীয় ইনিংসটি হয়তো হতাশাজনক। তবে আমি নিশ্চিত ওরা সেখান থেকে ইতিবাচক ব্যাপারগুলোই নেবে।”

দুই দলই প্রথমে বল করতে চেয়েছিল এমন নরম, স্যাঁত-স্যাঁতে উইকেটে অতিথিরা চমৎকার ব্যাটিং করে। প্রথম দিন মেঘলা কন্ডিশনেও ছন্দ হারায়নি তারা। ৫ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বোল্ট মনে করেন, হ্যাগলি ওভারে একই মেজাজে দেখা যাবে প্রতিপক্ষক।

“ব্যাটিং দুরূহ উইকেটে ওরা খুব ভালো খেলেছে। ওরা বাজে বল কাজে লাগিয়েছে, ইতিবাচক ক্রিকেট খেলেছে। আমার ধারণা, আগামী কয়েকদিনে ওরা আবারও তা করবে। আমরা ওদের অবশ্যই হালকাভাবে নিতে পারি না।”