বড় ব্যবধানে এগিয়ে চট্টগ্রাম

বোলারদের দাপটে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ৮৫ রানের লিড পাওয়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়ছে। অর্ধশতক পেয়েছেন ইয়াসির আলী, জসিমউদ্দিন ও প্রথম ইনিংসে শতক পাওয়া তাসামুল হক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 12:17 PM
Updated : 29 Dec 2016, 12:22 PM

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। ৭ উইকেট হতে নিয়ে দলটি ৩১৪ রানে এগিয়ে।

৮টি চারে ৫৭ রান করে ফিরে গেছেন জসিম। তাসামুল ৫৯ ও ইয়াসির ৭৮ রানে ব্যাট করছেন। এই দুই জনে এরই মধ্যে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে গড়েছেন ১৩৩ রানের জুটি।

৮০ রানে ২ উইকেট নিয়েছেন রাজশাহীর বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ৮ উইকেটে ২২৩ রানে দিন শুরু করে রাজশাহী। মাত্র ৭ রান যোগ করে ২৩০ রানে শেষ দুই উইকেট হারায় অতিথি দলটি।

৭৪ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার কাজী কামরুল ইসলাম। 

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম ১ম ইনিংস: ৩১৫

রাজশাহী ১ম ইনিংস: ৭২.২ ওভারে ২৩০ (জহুরুল ৯০, মাইশুকুর ০, জুনায়েদ ৬২, ফরহাদ ৩, হামিদুল ১৯, সানজামুল ১৩, মিজানুর ১০, রেজা ১০, মুক্তার ২, সাকলাইন ৮, মামুন ০*; ইয়াসির আরাফাত ২/৪০, আলী ১/৫০, মুজিবুর ১/১৮, ইফতেখার ২/১৯, কামরুল ৪/৭৪, তাসামুল ০/১৫, ইয়াসির ০/৫)

চট্টগ্রাম ২য় ইনিংস: ৮৩ ওভারে ২২৯/৩ (পিনাক ২৩, নাফিস ৬, জসিম ৫৭, তাসামুল ৫৯*, ইয়াসির ৭৮*; রেজা০/১৩, সাকলাইন ২/৮০, মুক্তার ৭/১৬, মামুন ০/৩৮, সানজামুল ০/৪৫, ফরহাদ ০/২৩, মিজানুর ০/৮)