
অবশেষে থামছে মুশফিকের রেকর্ড যাত্রা
ক্রীড়া প্রতিবেদক, নেলসন থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2016 06:10 PM BdST Updated: 28 Dec 2016 06:41 PM BdST
ম্যাচের আগের দিন স্যাক্সটন ওভালে অনুশীলন করল দল, মুশফিকুর রহিম তখন হোটেলে। বৃহস্পতিবার যখন দল নামবে মাঠে, মুশফিক হয়তো ছুটবেন হাসপাতালে। কদিনের জন্য মাঠের সঙ্গে সম্পর্ক ছিন্ন। ছেদ পড়ছে তাই গর্বের এক রেকর্ড যাত্রায়।
Related Stories
পারফরম্যান্সের কারণে বাদ পড়া তো প্রশ্নের বাইরে। বরাবরই দলের সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন। উইকেটকিপার-ব্যাটসম্যান হওয়ায় বিশ্রামও মেলে না। সব মিলিয়ে গত সাড়ে ছয় বছরে বাংলাদেশের সবগুলো ওয়ানডে খেলেছেন মুশফিক। গড়েছেন রেকর্ড।
২০১০ সালের ইংল্যান্ড সফরে চোট পেয়ে দুটি ওয়ানডে খেলতে পারেননি। কদিন পর আয়ারল্যান্ড থেকে এই নিউ জিল্যান্ড সফরের প্রথম ওয়ানডে পর্যন্ত টানা ৯২ ওয়ানডে খেলেছেন মুশফিক। বাংলাদেশের হয়ে টানা সবচেয়ে বেশি ওয়ানডে রেকর্ড গড়েছেন বেশ আগেই। হ্যামস্ট্রিংয়ের চোটে বৃহস্পতিবার শেষ হচ্ছে তার টানা খেলার ধারা।
বাংলাদেশের হয়ে টানা ওয়ানডে খেলার আগের রেকর্ড ছিল তামিম ইকবালের। ২০০৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জুলাই পর্যন্ত টানা ৮৫ ওয়ানডে খেলেছিলেন তামিম। ২০০৮ সালের অগাস্ট থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত টানা ৭৮ ওয়ানডে খেলেছিলেন সাকিব।
শুধু বাংলাদেশ নয়, বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে বিশ্ব ক্রিকেটেই নিজ দলের হয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের। তার রথ থেমে যাওয়ায় সবার আগে থাকবেন এখন মোহাম্মদ নবি। আফগানিস্তানের হয়ে টানা ৭০টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।
বিশ্ব রেকর্ডটি অবশ্য এখনও সবার ধরাছোঁয়ার বেশ বাইরে। ১৯৯০ সালের এপ্রিল থেকে ১৯৯৮ সালের এপ্রিল পর্যন্ত টানা ১৮৫ ওয়ানডে খেলছেন শচিন টেন্ডুলকার! অ্যান্ডি ফ্লাওয়ার খেলেছেন টানা ১৭২ ওয়ানডে, হানসি ক্রনিয়ে ১৬২টি।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- মাহফুজুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- এসএ গেমস: ভুটানের বিপক্ষে সৌম্যদের প্রত্যাশিত জয়
- ‘ফর্ম ফিরে পেতে’ মুস্তাফিজকে আইপিএলের অনুমতি
- বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার
- এসএ গেমস: মালদ্বীপকে ২৪৯ রানে হারাল মেয়েরা
- চলে গেলেন ইংলিশ কিংবদন্তি বব উইলিস
- বাংলাদেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন ‘ইউনিভার্স বস’
সর্বাধিক পঠিত
- মিরপুরে জোড়া খুনের নেপথ্যে দেহ ব্যবসা: পুলিশ
- বাড়াবাড়ির সীমা থাকা দরকার: প্রধান বিচারপতি
- ‘ফর্ম ফিরে পেতে’ মুস্তাফিজকে আইপিএলের অনুমতি
- এসএ গেমস: মালদ্বীপকে ২৪৯ রানে হারাল মেয়েরা
- সিদ্ধেশ্বরীতে পড়ে থাকা লাশটি পুলিশকন্যার
- ফুটবলে অবশেষে জিতল বাংলাদেশ
- বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার
- তেলেঙ্গানা ধর্ষণ-হত্যায় গ্রেপ্তার চারজন পুলিশের গুলিতে নিহত
- এসএ গেমস: ভুটানের বিপক্ষে সৌম্যদের প্রত্যাশিত জয়
- বাংলাদেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন ‘ইউনিভার্স বস’