আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2016 01:56 PM BdST Updated: 22 Dec 2016 03:15 PM BdST
বল হাতে দারুণ সব পারফরম্যান্সে আইসিসির ২০১৬ সালের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার পেলেন বাঁহাতি এই পেসার।
পুরস্কারের জন্য বিবেচিত সময় গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে খেলে ৮ উইকেট নেন বিশ্ব ক্রিকেটের এই নতুন বোলিং সেনসেশন। একই সময়ে ১০ টি-টোয়েন্টিতে তার উইকেট ১৯টি।
২১ বছর বয়সী মুস্তাফিজের কাছে এটা বছরের সেরা উপহার। আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটা আমাকে আসছে বছরগুলোতে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার জিতে আমি ভীষণ খুশি।”
এ পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ২৪টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। তরুণ এই বাঁহাতি পেসার এরই মধ্যে নিয়েছেন ৫২ উইকেট। এই মুহূর্তে দলের সঙ্গে নিউ জিল্যান্ড সফরে রয়েছেন তিনি। চোট কাটিয়ে মাঠে ফেরার দিনে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে নিয়েছেন ২ উইকেট।
“উদীয়মান সব ক্রিকেটারের স্বপ্ন থাকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই পথটুকু আসতে যারা সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যখনই খেলার সুযোগ মিলবে নিজের সেরাটা দিতে আপ্রাণ চেষ্টা করবো।”
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ