শেষ ওভারের সমাধান খুঁজছেন সাব্বির

খুলনা টাইটানসের বিপক্ষে শেষ ওভারে হার মেনেছিল রাজশাহী কিংস। এবার বরিশাল বুলসের বিপক্ষেও একই অভিজ্ঞতা হওয়ার পর দলের টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান জানিয়েছেন, শেষ ওভারের সমাধান খুঁজছেন তারা। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 03:31 PM
Updated : 13 Nov 2016, 03:32 PM

খুলনার বিপক্ষে শেষ ওভারে ৭ রান প্রয়োজন ছিল রাজশাহীর। শেষের তালগোলে সেই ম্যাচে ৩ রানে হারে তারা। রোববার বরিশালের বিপক্ষে শেষ ওভারে ৯ দরকার ছিল, এবার তাদের হার ৪ রানের।

১২২ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতা সাব্বির শেষ ওভারের ব্যর্থতায় নিজের হতাশার কথা জানান।

“আমরা দুটি ক্লোজ ম্যাচ হারলাম। খুলনার বিপক্ষে প্রথম ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। এই ম্যাচও আমাদের জেতা উচিত ছিল।”

“আমি জানি না, ব্যাটসম্যানরা শেষ ওভারে গিয়ে কি চিন্তা করে। ৩৯ ওভার সবাই কম-বেশি ভালো খেলে। কিন্তু শেষ ওভার গিয়ে ম্যাচটা হেরে যাই। আমাদের বের করতে হবে, কেন এমন হচ্ছে।”

সাব্বির মনে করেন মানসিকভাবে আরও দৃঢ় হলে এই সমস্যা থেকে বের হওয়া সম্ভব হতে পারে।

“এখানটায় আরও কাজ করতে হবে। আমাদের ব্যাটিংয়ে আরও কৌশলী হতে হবে। এক রান করে নিয়েও ম্যাচ জেতা যায় কিন্তু সবাই ছয় মেরে ম্যাচ জিততে চায়। আমার কাছে মনে হয় ৬ বলে ৯ রান সহজ সমীকরণ। এক-দুই করে নিয়ে ম্যাচটা ক্লোজ করলে জেতাটা সহজ হতো।”