সকালের ব্যাটিং নিয়ে ব্যাখ্যা মুশফিকের

তৃতীয় দিনের সকালে শুরু থেকেই ইংলিশ বোলারদের ওপর চড়াও হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিয়মিত উইকেট পড়লেও শট খেলা থামাননি স্বাগতিকরা। অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, তাদের এই ব্যাটিং পরিকল্পিতই ছিল। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 04:26 PM
Updated : 30 Oct 2016, 04:26 PM

একটু ধরে রেখেছিলেন কেবল মুশফিক। শুরু থেকে রানের জন্য ছটফট করছিলেন সাকিব। সাব্বির রহমান-শুভাগত হোম চৌধুরীরাও ছিলেন আগ্রাসী মেজাজে।
 
ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে সকালের এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা দেন অধিনায়ক।
 
“এমন উইকেটে যে কোনো বল অসাধারণ বল হয়ে যেতে পারে, একজন ভালো ব্যাটসম্যান তাতে আউট হতে পারে। আমাদের পরিকল্পনা ছিল, যার যার সহজাত খেলা অবশ্যই খেলবে। শুধু উইকেটে থাকলেই হবে না রানটাও খুব গুরুত্বপূর্ণ।” 
 
“সাব্বির বা শুভাগত ওরা সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যান, আমরা চেয়েছি ওরা যেন নিজেদের স্বভাবসুলভ খেলাটাই খেলতে পারে। হয়তো আমরা কিছু ভুল করেছি কিন্তু আমাদের যে পরিকল্পনা ছিল আমরা একটু হলেও বাস্তবায়ন করতে পেরেছি।”