প্রতিটি উইকেটই মিরাজের সেরা

প্রতিটি উইকেটের জন্য সমান কষ্ট করতে হয়েছে তাই কোনো উইকেটকে আলাদা করে মনে রাখছেন না মেহেদী হাসান মিরাজ। নিজের প্রথম টেস্ট সিরিজের প্রতিটি উইকেটই সেরা এই তরুণ অফ স্পিন অলরাউন্ডারের কাছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 02:39 PM
Updated : 30 Oct 2016, 03:36 PM

১-১ ব্যবধানে ড্র করা টেস্ট সিরিজে ১৫.৬৩ গড়ে ১৯ উইকেট নেন মিরাজ। দারুণ বোলিংয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। ঢাকা টেস্টের পর সংবাদ সম্মেলনে জানান, সব উইকেটকে সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। 

“সবগুলোই সেরা উইকেট ছিল। সবগুলোই কষ্ট করে পেতে হয়েছে তাই সবগুলোই সেরা উইকেট।”

পাঁচ উইকেট পাওয়াকে অভ্যাসে পরিণত করেছেন মিরাজ। দুই টেস্টে চার ইনিংসের তিনটিতেই পাঁচ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ১২ উইকেট নিয়ে ঢাকা টেস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই তরুণ জানান, পরের ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য থাকবে তার। 

“আমি সব সময় দলকে কিছু দেওয়ার চেষ্টা করি। আমি যদি উইকেট পাই সেটা যেন দলের কাজে লাগে।”

“আমার লক্ষ্য একটাই থাকে, ভালো জায়গায় বল করবো। ভালো জায়গায় বল করলে ব্যাটসম্যানের খেলতে সমস্যা হবে। মাঠে তা-ই করার চেষ্টা করি।”