রাজশাহীর অধিনায়ক স্যামি, থাকছেন আকমলও

বিপিএলে ফেরা রাজশাহী দলকে এবার নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি। প্লেয়ার্স ড্রাফটে নাম না থাকলেও দলটি পরে দলে টেনেছে পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমলকেও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2016, 05:33 PM
Updated : 6 Oct 2016, 06:01 PM

বিপিএলের গত আসরে না থাকলেও এবার ফিরেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। মালিকানার পরিবর্তনে বদলে গেছে নামও। দলের নাম এখন রাজশাহী কিংস।

বৃহস্পতিবার হলো দলটির লোগো উন্মোচন। সেই অনুষ্ঠানেই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামির নাম।

স্যামি ও আকমলের সঙ্গে বিদেশি ক্রিকেটারদের মধ্যে দলটি নিশ্চিত করেছে ইংলিশ অররাউন্ডার সামিত প্যাটেল, পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ সামি, শ্রীলঙ্কার মিলিন্দা সিরিবর্ধনে ও উপুল থারাঙ্গাকে।

দলের ‘এ’ প্লাস গ্রেডের ক্রিকেটার সাব্বির রহমান। দেশের ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজা ও পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত হোসেন।

দেশের শীর্ষ কোচদের একজন সরওয়ার ইমরান এবার থাকছেন রাজশাহীর কোচ হিসেবে।