রশিদকে খেলে দূর হয়েছে রশিদের ভাবনা

এক রশিদের অধ্যায় আপাতত সমাপ্তি, দৃশ্যপটে আবির্ভাব আরেক রশিদের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে রশিদ খানকে খেলেছে বাংলাদেশ, তাই ইংল্যান্ডের আদিল রশিদকে নিয়ে দুর্ভাবনা নেই সাব্বির রহমানের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2016, 01:23 PM
Updated : 5 Oct 2016, 01:28 PM

লেগ স্পিনের বিপক্ষে আগে অনেকবারই ভুগেছে বাংলাদেশের ব্যাটিং। সদ্য সমাপ্ত সিরিজেও আফগান লেগ স্পিনার রশিদ বেশ বিপাকে ফেলেছেন বাংলাদেশের বোলারদের। ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

আসছে ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের অপেক্ষায় আরেক রশিদের চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের সাফল্যের অন্যতম রূপকার আদিল রশিদ। গত বছরের মাঝামাঝি দলে ফেরার পর থেকে এ পর্যন্ত দলের সফলতম বোলার এই লেগ স্পিনার। এই সময়ে নিয়েছেন ৩৮ উইকেট। ২৮টি নিয়ে দুইয়ে ডেভিড উইলি।

রশিদকে নিয়ে তাই বাংলাদেশের ভাবনা থাকা অস্বাভাবিক নয়। তবে সাব্বির আত্মবিশ্বাসটা পাচ্ছেন আফগানিস্তানের রশিদকে খেলার অভিজ্ঞতা থেকে।

“আমরা কঠিন একজন লেগ স্পিনারকে খেলেছি। আশা করি, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে সমস্যা হবে না। আদিল রশিদকে আমরা সেভাবে আলাদা করে দেখছি না। ওকে সামলানো খুব কঠিন হবে বলে মনে করছি না আমরা।”

আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচেই রশিদ খানের বলে আউট হয়েছিলেন সাব্বির। প্রথম ম্যাচে রশিদের ৩ বলে নিয়েছিলেন ১ রান, পরের ম্যাচে ১০ বলে ১। তৃতীয় ওয়ানডেতে রশিদকে উইকেট না দিলেও ১৯ বলে নিতে পেরেছিলেন ৯ রান।