শেষ দিনে আসিফ, মার্শালের অর্ধশতক

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ও শেষ দিন অর্ধশতক করেছেন আসিফ আহমেদ ও মার্শাল আইয়ুব। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2016, 01:06 PM
Updated : 5 Oct 2016, 01:07 PM

বরিশাল-ঢাকা মেট্রো
 
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১ উইকেটে ১৩৩ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা মেট্রো। ফলোঅনে পড়া দলটি ৭ উইকেটে করে ৩৫৩ রান। এরপর ড্র মেনে নেন দুই অধিনায়কই। 
 
নিজেদের প্রথম ইনিংসে বরিশাল ৪১৯ ও ঢাকা মেট্রো ২৪৫ রান করে। 
 
আগের দিন অর্ধশতক পাওয়া সাদমান ফিরেন ৮৮ রান করে। বরিশালের স্পিনারদের চাপের মধ্যে আসিফ করেন ৬০ রান। অধিনায়ক মার্শালের ব্যাট থেকে আসে ৭৭ রানের দারুণ এক ইনিংস।  
 
প্রথম ইনিংসে ২৬ রান করা মোহাম্মদ আশরাফুল ভালো করেননি দ্বিতীয় ইনিংসেও। দুই রান করে ফিরেন তিনি। শেষের দিকে জাবিদ হোসেন ও আবু হায়দারের ছোট কিন্তু কার্যকর দুটি ইনিংসে ড্র নিশ্চিত করে ঢাকা মেট্রো।
 
বরিশালের বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন তিন উইকেট নেন ১০০ রানে। 
 
সংক্ষিপ্ত স্কোর: 
 
বরিশাল ১ম ইনিংস: ৪১৯
 
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৪৫
 
ঢাকা মেট্রো ২য় ইনিংস: (আগের দিন ১৩৩/১) ১২৭ ওভারে ৩৫৩/৭ (শামসুর ৪৪, সাদমান ৮৮, আসিফ ৬০, মেহরাব ০, মার্শাল ৭৭, আশরাফুল ২, জাবিদ ৩৬*, সানি ৬, হায়দার ৩০*; শাওন ৩/১০০, মনির ১/৪০, সালমান ১/৪১, সোহাগ ১/১১৪)
 
ফল: ড্র
 
ম্যান অব দ্য ম্যাচ: সোহাগ গাজী
 
ঢাকা-খুলনা
 
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ড্র হয়েছে ঢাকা ও খুলনার ম্যাচ।  
 
মাঠে খেলার উপযোগী না থাকায় শেষ তিন দিন এক বলও খেলা সম্ভব হয়নি। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ৫০.৫ ওভারে ১ উইকেটে ১৭২ রান করেছিল খুলনা।