৩ বছরের জন্য এনসিএলের স্পন্সর ওয়ালটন

টানা ষষ্ঠবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর হয়েছে ওয়ালটন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2016, 11:25 AM
Updated : 22 Sept 2016, 02:56 PM

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের তিন আসরের জন্য এবার বিসিবির সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান সাইফুল ইসলাম স্বপন। 

চারটি ভেন্যুতে বসবে অষ্টাদশ আসর। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য ঢাকা ও চট্টগ্রামে খেলা হবে না। রাজশাহী, বগুড়া, খুলনা ও সিলেট ভেন্যুতে এবার খেলা হবে বলে জানান ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।

“এবার উইকেটে ঘাস থাকবে। আমরা চেষ্টা করছি পেস সহায়ক উইকেটে খেলানোর।”

প্রথম স্তরে আছে ঢাকা মেট্রো, খুলনা ও ঢাকা বিভাগ। এদের সঙ্গে এবার যুক্ত হবে গত আসরে দ্বিতীয় স্তরের সেরা দল বরিশাল। দ্বিতীয় স্তরে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে এবার খেলবে প্রথম স্তর থেকে নেমে যাওয়া রংপুর। 

টুর্নামেন্ট কমিটির প্রধান সাইফুল জানান, নতুন বিভাগ ময়মনসিংহের ব্যাপারে সিদ্ধান্ত হবে বিসিবির বার্ষিক সাধারণ সভায়।

“প্রথম বছরের জন্য ৫০ লাখ, দ্বিতীয় বছরের জন্য ৬০ লাখ ও শেষ বছরের জন্য ৭০ লাখ টাকা দেবে ওয়ালটন। গত দুই আসরের মতো এবারও ম্যাচ অফিসিয়াল, স্কোরার, খেলোয়াড়দের জার্সি দেবে প্রতিষ্ঠানটি।”