রুটের দৃঢ়তায় পাকিস্তানকে হারাল ইংল্যান্ড

বোলারদের দাপটের পর জো রুটের দৃঢ়তা ভরা ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচে এটি তাদের দশম জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 06:27 PM
Updated : 27 August 2016, 06:27 PM

শনিবারের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। আগামী মঙ্গলবার নটিংহ্যামে হবে তৃতীয় ওয়ানডে।

লর্ডসে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫১ রান করে পাকিস্তান। জবাবে ৪৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

লক্ষ্য তাড়ায় ৩৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়ে অধিনায়ক ওয়েন মর্গ্যান ও রুটের ব্যাটে। তৃতীয় উইকেটে এই দুই জনে গড়েন ১১২ রানের জুটি। এতে মর্গ্যানের অবদান ৮০ বলে ৬৮ রান।

অধিনায়কের বিদায়ের পর ক্রিজে আসা বেন স্টোকস ৩০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে দলের সংগ্রহ দুইশ’ পার করেন। জয়ের কাছাকাছি নিয়ে ফিরেন ম্যাচ সেরা রুট। ১০৮ বলে ৫টি চারের সাহায্যে তিনি করেন ৮৯ রান। বাকি কাজটা সহজেই সারেন মইন আলি।

এর আগে দুই রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানো পাকিস্তানের সংগ্রহ আড়াইশ’ পার হয় সরফরাজ আহমেদের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে। লর্ডসে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক করা এই উইকেটরক্ষক ফিরেন ১০৫ রান করে।

দুই মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম ও শোয়েব মালিক ফিরেন উইকেটে থিতু হয়ে। তবে ৭০ বলে অপরাজিত ৬৩ রানের ভালো একটি ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম।

ইংল্যান্ডের ক্রিস ওকস ও মার্ক উড তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৯.৫ ওভারে ২৫১ (সামি ১, শারজিল ০, আজহার ০, বাবর ৩০, সরফরাজ ১০৫, মালিক ২৮, ওয়াসিম ৬৩, হাসান ০, ওয়াহাব ৬, ইয়াসির ০, আমির ৬; ওকস ৩/৪২, উড ৩/৪৬, প্লানকেট ২/৫০, রশিদ ১/৫১)

ইংল্যান্ড: ৪৭.৩ ওভারে ২৫৫/৬ (রয় ০, হেলস ১৪, রুট ৮৯, মর্গ্যান ৬৮, স্টোকস ৪২, বাটলার ৪, মইন ২১*, ওকস ৭*; ওয়াসিম ২/৩৮, আমির ১/৩৯, ওয়াহাব ১/৪৬, হাসান ১/৫২)

ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: জো রুট