লঙ্কান স্পিনে আড়াই দিনে কুপোকাত অস্ট্রেলিয়া

মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুঁড়লেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন সতীর্থরা। মাঠের বাইরে থেকে এসে লঙ্কানদের আনন্দবৃত্তে যোগ দিলেন তাদের পাঁড় সমর্থক পার্সি অভয়সেকেরা। খানিক পর মাঠে ‘ল্যাপ অব অনার’ দিল গোটা দল। শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া বধ। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে টানা দুই টেস্ট হারিয়ে সিরিজ জিতল সাত নম্বর দল!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2016, 09:14 AM
Updated : 6 August 2016, 09:42 AM

মাঠের বাইরে দাঁড়িয়ে ক্রমাগত তালিতে অভিনন্দন জানালেন অরবিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়া ও রমেশ কালুভিথারানা। তিনজনই হয়ত ফিরে গেলেন ১৭ বছর আগের স্মৃতিতে! সেই ১৯৯৯ সালে শেষ এবং একমাত্র বার অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েছিল শ্রীলঙ্কা। তিনজনই ছিলেন সেই দলে। এবার তারা দেখলেন উত্তরসূরিদের বিজয়।

ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। শনিবার তৃতীয় দিনে সেটুকু সারতে শ্রীলঙ্কার লেগেছে দেড় সেশন। নিজেদের ২৫০তম টেস্টে শ্রীলঙ্কার জয় ২২৯ রানে। এক টেস্ট বাকি থাকতেই নিশ্চিত হলো সিরিজ জয়। আগের টেস্ট জিতেছিল তারা ১০৬ রানে।

হেরাথ-মেন্ডিস-ম্যাথিউসদের ছাপিয়ে দ্বিতীয় টেস্ট জয়ের নায়ক দিলরুয়ান পেরেরা। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েও আড়ালে পড়ে গিয়েছিলেন হেরাথের হ্যাটট্রিকে। এরপর ব্যাট হাতে করলেন কার্যকর এক অর্ধশতক। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে।

টেস্ট ইতিহাসে এই প্রথমবার একই ম্যাচে অর্ধশতক করার পাশাপাশি ১০ উইকেট নিলেন কোনো শ্রীলঙ্কান।

৩ উইকেটে ২৫ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। মূল বাধা ডেভিড ওয়ার্নারকে দিয়েই পেরেরা শুরু করেন শিকার। আগের দিনের মতোই আক্রমণাত্মক খেলছিলেন ওয়ার্নার। কিন্তু এলবিডব্লিউ হয়ে যান পেরেরার একটি জোরের ওপর করা বলে (৩১ বলে ৪১)।

এরপর স্মিথ, ভোজেস, মার্শরা চেষ্টা করেছেন লড়াইয়ের। কিন্তু লম্বা সময় টিকতে পারেননি কেউই। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া খেলতে পেরেছে মোটে ৮৪.৪ ওভার!

এই সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ টেস্টে শ্রীলঙ্কার জয়ই ছিল মাত্র একটি, সেই ১৯৯৯ সালের সিরিজে। এবার তরুণ, অনভিজ্ঞ দলটিই টানা ২ ম্যাচ জিতল টেস্টের শীর্ষ দলের বিপক্ষে! ম্যাচ শেষে অধিনায়ক ম্যাথিউসের গর্বিত উচ্চারণ, “র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে এভাবে সিরিজ হারাতে খুব বেশি দল পারে না!”

এশিয়ায় এই নিয়ে টানা আট টেস্ট হারল অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে অধিনায়ক হিসেবে টেস্ট হারার স্বাদ জানা ছিল না স্মিথের। এবার টানা দুই ম্যাচে পেতে হলো সেই তেতো স্বাদ।

শ্রীলঙ্কা এখন তাকিয়ে হোয়াইটওয়াশে। তৃতীয় টেস্ট শুরু আগামী শনিবার থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮১

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০৬

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৩৭

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ২৫/৩) ৫০.১ ওভারে ১৮৩ (ওয়ার্নার ৪১, বার্নস ২, লায়ন ০, খাওয়াজা ০, স্মিথ ৩০, ভোজেস ২৮, মার্শ ১৮, নেভিল ২৪, স্টার্ক ২৬, হেইজেলউড ৭, হল্যান্ড ০*; হেরাথ ২/৭৪, দিলরুয়ান ৬/৭০, সান্দাকান ১/৩০, ধনঞ্জয়া ০/২)।

ফল: শ্রীলঙ্কা ২২৯ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-০ তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: দিলরুয়ান পেরেরা