‘জিনিয়াস’ এবাদত থাকতে চান ক্রিকেটের সংস্পর্শে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2016 05:17 PM BdST Updated: 04 Aug 2016 05:27 PM BdST
ফাস্ট বোলিং হান্টে সেরা হওয়া জুগিয়েছে স্বপ্ন দেখার সাহস। আকিব জাভেদের উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে বেড়ে যাচ্ছে এবাদত হোসেন চৌধুরির স্বপ্নের সীমানা। তবে বাস্তবতার সঙ্গে লড়াই করে ক্রিকেটের সংস্পর্শে থাকতে চান গতির ঝড় তোলা এই পেসার।
Related Stories
রবি ফাস্ট বোলিং হান্টে সবচেয়ে দ্রুতগতির বোলার হয়ে কিছু দিন আগে আলোচনায় আসেন এবাদত। মৌলভীবাজারের ছেলে চাকরি করেন বিমান বাহিনীতে। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা ছোট থেকেই। ২০১৪ সালে সিটি ক্লাবের হয়ে খেলেছেন ঢাকার প্রথম বিভাগে।
পেসার হান্টে গতি দিয়ে নজর কেড়েই জায়গা করে নিয়েছেন চলতি হাই পারফরম্যান্স স্কোয়াডে। গতি দিয়েই নজর কেড়েছেন এক সপ্তাহের ক্যাম্প পরিচালনা করতে আসা আকিব জাভেদের। আকিবের বিশ্বাস, ফিটনেস ভালো করতে পারলে বাংলাদেশের ক্রিকেটের সম্পদ হতে যাচ্ছেন এবাদত।
বৃহস্পতিবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এবাদত জানালেন, তাকেও একই কথা বলেছেন আকিব।
“তিনি আমার শারীরিক গঠন দেখে বুঝতে পারেননি যে আমি এতো জোরে বল করতে পারি। উনি আমাকে বলেছেন যে আমার স্ট্রেংথ কম। আজকে সকালে আমাকে বলেছেন, ‘তুমিতো আসলে জিনিয়াস, এই শরীর নিয়ে এতো জোরে বল করতে পারো। যদি পেশি আরেকটু গড়ে ওঠে, তাহলে আরও জোরে বল করতে পারবে।”

এইচপির ক্যাম্প শেষে এবাদতকে আবার বিমান বাহিনীতে ফিরতে হবে, অনুশীলন বন্ধ হওয়ার শঙ্কা আছে, এটা নিয়েও উদ্বেগ জানিয়েছেন আকিব। এবাদত জানালেন, অনুশীলন চালিয়ে যাওয়ার পথ খুঁজছেন তিনি নিজেও।
“আমি এয়ারফোর্সে চাকরি করি, তারা শুরু থেকেই ইতিবাচক ছিল। যখনই ছুটির দরকার ছিল, বা বিসিবি ডেকেছে বা কোথাও খেলতে গিয়েছি, তারা আমাকে সাহায্য করেছে। এখানে আসার পর, আট সপ্তাহ নয় সপ্তাহ অনুশীলনের পরে মনে হচ্ছে ক্রিকেটের টাচে থাকতে হবে।”
“আমার মনে হয় এয়ারফোর্স আমাকে সাহায্য করবে। আর এখানে থেকে আমি একটি চিঠি নিয়ে যাব, যাতে আমি নিয়মিত এখানে আসতে পারি, জিম করতে পারি বা ট্রেনারদের সঙ্গে কথা বলতে পারি, ফিটনেস নিয়ে কাজ করতে পারি।”
সহজাত গতিময় পেসার এমনিতেই বাংলাদেশে বিরল। এবাদতের গতি হয়ত গতিময় করতে পারে বাংলাদেশের ক্রিকেটকেই। দায়িত্বটা এখন বিসিবির।
-
ডমিঙ্গোর চোখে তামিমের নেতৃত্ব
-
অনুপ্রাণিত ক্যারিবিয়ানদের নিয়ে সতর্ক ডমিঙ্গো
-
প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
-
অনুশীলনের ঘাটতি পূরণে কোচের চাওয়া
-
সিমির অলরাউন্ডার নৈপুণ্যে সিরিজ হার এড়াল আয়ারল্যান্ড
-
পরের সিরিজের ভাবনায় একাদশে ৩ পেসার
-
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
-
গল টেস্টে অনায়াসেই জিতল ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- ‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি