লক্ষ্য পূরণের স্বস্তি মাশরাফির

ফাইনাল নিয়ে এখনই ভাবতে চান না মাশরাফি বিন মুর্তজা। এই মুহূর্তে বরং ফাইনালে ওঠার লক্ষ্য পূরণের আনন্দ উপভোগ করতে চান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2015, 02:38 PM
Updated : 12 Dec 2015, 03:33 PM

প্রথম ম্যাচে হেরে এবারের বিপিএল অভিযান শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই সময় মাশরাফির লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচ ধরে এগোনো। চাওয়া ছিল শেষ চার নিশ্চিত করা। সেটি হয়ে যাওয়ার পর লক্ষ্য ঠিক করেছিলেন শীর্ষ দুইয়ে থেকে ফাইনালে উঠার একটি বাড়তি সুযোগ হাতে রাখার। এর পর লক্ষ্য ছিল প্রথম কোয়ালিফায়ারেই ফাইনালে উঠে যাওয়া। সেটিও ধরা দিল কুমিল্লার। রংপুর রাইডার্সকে ৭২ রানে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করল মাশরাফির দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই স্বস্তি অধিনায়কের কণ্ঠে।

“ফাইনাল খেলতে পারছি, এটা অনেক বড় স্বস্তি। অনেক বেশি এই আনন্দ। যে পর্যায়ের ক্রিকেটই হোক না কেনো, পেশাদার ক্রিকেটার হিসেবে সব সময়ই লক্ষ্য থাকে শীর্ষে যাওয়ার। সে হিসেবে খুব ভালো লাগছে।”

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চাপ অনেক বেশি থাকে। মাশরাফির স্বস্তিটা এই কারণেই অনেক বেশি।

“এ ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। বাইরের চাপ বেশি থাকে। শরীরের উপর চাপ থাকে, টেনশনও থাকে। চ্যাম্পিয়ন হওয়ার ভাবনা পরে। ফাইনালে যাওয়ায় এই মুহূর্তে ভালো লাগছে।”