আইসিসির তহবিল পেতে ‘ভুয়া ম্যাচ’, তদন্তের মুখে ফ্রান্স

প্রতিবেদন অনুযায়ী, আদতে কোনো ম্যাচ না হলেও পরবর্তীতে স্কোরকার্ড প্রকাশ করা হয় অনলাইনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 06:28 PM
Updated : 9 Nov 2023, 06:28 PM

ক্রিকেট খেলার জন্য অতটা পরিচিত নয় ফ্রান্স। ইউরোপের এই দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ উঠেছে। আইসিসির তহবিল পেতে ফ্রান্স ক্রিকেট (এফসি) মেয়েদের ভুয়া ম্যাচ আয়োজন করেছে বলে খবর বের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

ফরাসি টেলিভিশন চ্যানেল ফ্রান্স২৪ এর প্রতিবেদনে উঠে এসেছে ভুয়া ম্যাচের বিষয়টি। বিষয়টি নিয়ে প্রথমে কাজ শুরু করেন ফ্রান্সের সাবেক নারী ক্রিকেটার ও সাবেক বোর্ড সদস্য ত্রেসি রদ্রিগেস। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে অনুযায়ী, আইসিসি বলেছে, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

রদ্রিগেস বোর্ড সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০২১ সালে। কিন্তু এই বছরের শুরুতে তিনি পদত্যাগ করেন। ফ্রান্স২৪-কে তিনি বলেন, দেশে মেয়েদের অনেক ম্যাচ হচ্ছে বলা হলে সন্দেহ হয় তার। এরপর বিষয়টি নিয়ে কাজ শুরুর সিদ্ধান্ত নেন। যেখানে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, সেখানে গিয়ে ম্যাচের কোনো কার্যক্রম তিনি দেখেননি।

"দুই বা তিনবার আমি সেখানে গিয়েছিলাম, খেলার সময় লোকেরা পিকনিক করছিল এবং বাচ্চারা সাইকেল চালাচ্ছিল। তার পরের দিন আমি অনলাইনে ম্যাচের ফলাফল দেখতে পাই।”

ফ্রান্স২৪ও একই কাজ করেছে। যেখানে খেলা হওয়ার কথা ছিল, সেখানে তারা গিয়েছিল, কিন্তু কোনো ম্যাচ হতে দেখেনি। তারা প্যারিসের উত্তরে একটি মাঠে গিয়েছিল মেয়েদের দ্বিতীয় বিভাগের ম্যাচ দেখতে, তবে ম্যাচ হতে দেখেনি সেখানে। তিন দিন পর ফ্রান্স ক্রিকেট জানায় যে, ম্যাচটি হয়েছে এবং ফলাফল তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।