আইসিসি র্যাঙ্কিং
Published : 01 Jan 2025, 03:25 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে দল হারলেও নিজের কাজটা বেশ ভালোভাবেই করেছেন জাসপ্রিত বুমরাহ। তাতে দারুণ এক রেকর্ড নিজের করে নিয়েছেন অভিজ্ঞ এই পেসার। ভারতীয় বোলারদের মধ্যে এই সংস্করণে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট তুলে, রাভিচান্দ্রান অশ্বিনের রেকর্ড ভেঙে গড়েছেন নতুন ইতিহাস।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টেস্ট বোলারদের মধ্যে ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন বুমরাহ।
ব্রিজবেন টেস্ট শেষেই অশ্বিনের ৯০৪ রেটিং পয়েন্টের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। মেলবোর্নে দলের ১৮৪ রানে হারের ম্যাচে দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ মোট ৯ উইকেট নেন তিনি।
২০১৬ সালের ডিসেম্বরে ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন অশ্বিন। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচে থেকে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
বুমরাহর ৯০৭ রেটিং পয়েন্ট টেস্ট বোলারদের মধ্যে ইংল্যান্ডের ডেরেক আন্ডারউডের সঙ্গে যৌথভাবে ১৭তম সেরা।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও প্যাট কামিন্স। দুই ধাপ নিচে নেমে চারে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
সেঞ্চুরিয়নে রোমাঞ্চকর টেস্টে পাকিস্তানকে ২ উইকেটে হারানোর পথে বড় অবদান রাখেন মার্কো ইয়ানসেন। দ্বিতীয় ইনিংসে ৬টি সহ ম্যাচে মোট ৭ উইকেট নেন এই পেসার। এতে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে উঠেছেন তিনি। এই প্রথম ৮০০ রেটিং পয়েন্ট পার হলেন ইয়ানসেন (৮০৩)।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথম তিন স্থানে আগের মতোই ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। দুই ইনিংসে ফিফটি করে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে ভারতের ইয়াশাসভি জয়সওয়াল।
প্রথম ইনিংসে ১৪০ রান করা স্টিভেন স্মিথ তিন ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে। পাকিস্তানের সাউদ শাকিল তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে। মেলবোর্নে দারুণ এক সেঞ্চুরিতে ২০ ধাপ উন্নতি করে ৫৩তম স্থানে নিতিশ কুমার রেড্ডি।
রান বন্যার জিম্বাবুয়ে-আফগানিস্তানের বুলাওয়ায়ো টেস্টে সেঞ্চুরি হয়েছে মোট ছয়টি। যার মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২৪৬ রানের ইনিংস খেলে ২৫ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে হাশমাতউল্লাহ শাহিদি। ২৩৪ রান করা রেহমাত শাহর অগ্রগতি ২১ ধাপ, আছেন ৫২ নম্বরে।
সেঞ্চুরি করা জিম্বাবুয়ের শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেটের উন্নতি হয়েছে।
টেস্ট অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের রাভিন্দ্রা জাদেজা।