বিসিএলে ওয়ানডে সংস্করণের ভাবনা বিসিবির

ঢাকা প্রিমিয়ার লিগের বাইরে আরেকটি ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টের প্রয়োজনীয়তা নিয়ে ভাবনা ও আলোচনা অনেক দিনের। নানা সময় দাবিও উঠেছে নানা জায়গা থেকে। অবশেষে তা বাস্তব রূপ পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও দেখা দিয়েছে। এবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বড় দৈর্ঘ্যের ক্রিকেটের পাশাপাশি ওয়ানডে সংস্করণও রাখার পরিকল্পনা নিয়েছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2021, 12:29 PM
Updated : 11 Nov 2021, 12:29 PM

একসময় জাতীয় ক্রিকেট লিগে বড় দৈর্ঘ্যের সংস্করণের পাশাপাশি ওয়ানডে টুর্নামেন্ট হতো। সেই সময়কার কাউন্টি ক্রিকেট টুর্নামেন্টের অনুকরণে চার দিনের ম্যাচ শেষ হওয়ার পরদিন হতো একদিনের ম্যাচ। সময়ের পরিক্রমায় সেই ধারা হারিয়ে যায়।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন ওয়ানডেতেই সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ। অথচ ঘরোয়া ক্রিকেটে এই সংস্করণে পর্যাপ্ত ম্যাচ হয় না। ২০১৯ সালে ক্রিকেটারদের আন্দোলনে নানা দফার মধ্যে ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট বাড়ানোর দাবি ছিল। এছাড়াও নানা সময়ে এটির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। অবশেষে একটি টুর্নামেন্ট সংযোজিত হতে যাচ্ছে।

বিসিএলের নতুন আসর শুরু হবে আগামী মাস থেকে। বিসিবিতে বৃহস্পতিবার এক সভা শেষে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাদের নতুন উদ্যোগের কথা।

“বিসিএল তো শুরু করতেই হবে। ডিসেম্বরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে আমরা শুরু করতে চাই। এবার আমরা ওয়ানডে ফরম্যাটের কথাও চিন্তা করেছি, যেহেতু প্রিমিয়ার লিগ ছাড়া কোনো খেলা নেই এই ফরম্যাটে। উনারা চাচ্ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে করতে, কিন্তু আমাদের হাতে এত সময়ও নেই। বিপিএল আছে, সূচি খুব ঠাসা। ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট হতে পারে।”

“বিসিএল লিগভিত্তিক শেষে ফাইনাল খেলবে শীর্ষ দুই দল (বড় দৈর্ঘ্যের সংস্করণে)। ওয়ানডে টুর্নামেন্টও সিঙ্গেল লিগ হবে আমার মনে হয়।”

ঘরোয়া ক্রিকেটে প্রতি বছরই ভালো উইকেট ও বাউন্সি উইকেট বানানো নিয়ে আলোচনা হয় অনেক। কার্যক্ষেত্রে তা দেখা যায় সামান্যই। এবারও তেমন নির্দেশনা দেওয়া হয়েছে, জানালেন খালেদ মাহমুদ।

“আমি একটা কথাই বলেছি এবার গ্রাউন্ডসকে (গ্রাউন্ডস বিভাগ) যেন বেটার উইকেট তৈরি করতে পারি, বাউন্সি উইকেট তৈরি করতে পারি। এখন থেকে পরিকল্পনা করতে হবে। একটু বিশ্রাম দিয়ে (উইকেটকে) খেলাতে পারলে ভালো হবে।”

এছাড়া বিসিএলে এবার কোচদের পারিশ্রমিক বাড়ানো হবে বলে জানান খালেদ মাহমুদ।