রেকর্ড গড়া জয়ে ফাইনালে নিউ জিল্যান্ড
আবু ধাবি থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2021 11:39 PM BdST Updated: 11 Nov 2021 12:54 AM BdST
-
জয়ের পর উল্লসিত নিউ জিল্যান্ড দল।
-
৪৭ বলে ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন ড্যারিল মিচেল।
-
ছোট কিন্তু কার্যকর খুনে ব্যাটিংয়ে কঠিন সমীকরণ সহজ করে দেন জিমি নিশাম।
-
ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের লড়াই মানেই যেন বাড়তি রোমাঞ্চ। পরতে পরতে উত্তেজনার ছোঁয়া। দল দুটির সবশেষ টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে, দুটি ম্যাচই গড়িয়েছিল সুপার ওভারে। এবারও মনে হচ্ছিল, আরেকটি নখ কামড়ানো শেষের দিকে এগোচ্ছে ম্যাচ। কিন্তু বিস্ফোরক ব্যাটিংয়ে আগেভাগেই শেষ করে দিলেন ড্যারিল মিচেল ও জিমি নিশাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের রান তাড়ার রেকর্ড গড়ে ফাইনালে উঠল নিউ জিল্যান্ড।
আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ৫ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের ১৬৬ রান ছাড়িয়ে গেছে ৬ বল বাকি থাকতে। ২০ ওভারের বৈশ্বিক আসরে এই প্রথম ফাইনালে উঠল তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে একবারই দেড়শ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জিতেছিল নিউ জিল্যান্ড। ২০১৪ আসরে চট্টগ্রামে নেদারল্যান্ডসের ১৫১ ছাড়িয়েছিল ৬ বল বাকি থাকতে।
এই জয়ে হয়ত ২০১৯ বিশ্বকাপে হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে। লর্ডসের সেই ফাইনালে মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হয়েছিল। কম বাউন্ডারির জন্য ইংল্যান্ডের কাছে শিরোপা হারিয়েছিল নিউ জিল্যান্ড। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরেছিল এই ইংল্যান্ডের কাছেই।
স্কোর কার্ড যতটা বলছে ম্যাচ মোটেও তত সহজ ছিল না। শেষ ৪ ওভারে কিউইদের প্রয়োজন ছিল ৫৭ রান। মিচেল আর নিশামের খুনে ব্যাটিংয়ে কঠিন সমীকরণ ৩ ওভারেই মিলিয়ে ফেলল নিউ জিল্যান্ড!

৪৭ বলে ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন ড্যারিল মিচেল।
ম্যাচের শেষ দিকে রানের বন্যা বয়ে গেলেও শুরুতে বেশ সংগ্রাম করতে হয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ঝড় তুলতে পারেনি ইংল্যান্ড। চোটের জন্য ছিটকে যাওয়া জেসন রয়ের জায়গায় ওপেনিংয়ে নামা জনি বেয়ারস্টো ও জস বাটলারকে বেঁধে রাখেন নিউ জিল্যান্ডের বোলাররা।
ষষ্ঠ ওভারে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাডাম মিল্ন। মাত্রই আক্রমণে আসা এই পেসারের বলে মিড অফে ধরা পড়েন বেয়ারস্টো। কাভার ড্রাইভ নিচে রাখতে পারেননি তিনি।
অনেকটা সময় ক্রিজে থাকলেও প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি বাটলার। লেগ স্পিনার ইশ সোধিকে রিভার্স সুইপ করার চেষ্টায় এই কিপার-ব্যাটসম্যান ফিরেন এলবিডব্লিউ হয়ে।
দাভিদ মালানের সঙ্গে মইনের পঞ্চাশ ছোঁয়া জুটিতে এগিয়ে যায় ইংল্যান্ড। ঝুঁকি নেননি দুই বাঁহাতি ব্যাটসম্যানের কেউই। এক-দুই নিয়ে সচল রাখেন রানের চাকা। বাজে বলে মারেন বাউন্ডারি।
৩৭ বলে পঞ্চাশ ছুঁয়ে বেশিদূর এগোয়নি তাদের জুটি। টিম সাউদিকে ছক্কায় ওড়ানোর পরের বলে কট বিহাইন্ড হয়ে থামেন মালান। তার ৩০ বলে খেলা ৪১ রানের ইনিংস গড়া চারটি চার ও একটি ছক্কায়। ভাঙে ৪৩ বল স্থায়ী ৬৩ রানের জুটি।

একটি করে ছক্কা-চারে ১০ বলে ১৭ রান করা লিভিংস্টোনকে শেষ ওভারে বিদায় করেন নিশাম। পরের বলে তাকে চার মেরে ফিফটি স্পর্শ করেন মইন। বাঁহাতি এই অলরাউন্ডারের ৩৭ বলে খেলা ৫১ রানের ইনিংসে দুই ছক্কার পাশে চার তিনটি।
রান তাড়ায় শুরুতেই মার্টিন গাপটিলকে হারায় নিউ জিল্যান্ড। ক্রিস ওকসকে চার মেরে শুরু করা ওপেনার ইনিংসের তৃতীয় বলে ধরা পড়েন মিড অনে। নেমেই বেশ কিছু ডট বল খেলে ফেলা উইলিয়ামসন চাপ সরিয়ে দিতে চেয়েছিলেন র্যাম্প শটে। ঠিক মতো পারেননি নিউ জিল্যান্ড অধিনায়ক, শর্ট ফাইন লেগে ক্যাচ মুঠোয় জমান আদিল রশিদ।
১৩ রানের মধ্য গাপটিল ও উইলিয়ামসনকে হারিয়ে চাপে পড়া নিউ জিল্যান্ডকে টানেন মিচেল ও ডেভন কনওয়ে। শুরুতে একটু সময় নিলেও পরে শট খেলতে শুরু করেন দুই জনই। ৪৬ বলে পঞ্চাশ স্পর্শ করে তাদের জুটি।
লিভিংস্টোনকে বেরিয়ে এসে ছক্কায় ওড়ানোর চেষ্টায় কনওয়ে স্টাম্পিং হলে ভাঙে ৬৭ বল স্থায়ী ৮২ রানের এই জুটি। কনওয়ে ৩৮ বলে পাঁচ চার ও এক ছক্কায় করেন ৪৬। লিভিংস্টোনের পরের ওভারে লং অনে ক্যাচ দেন গ্লেন ফিলিপস।

ছোট কিন্তু কার্যকর খুনে ব্যাটিংয়ে কঠিন সমীকরণ সহজ করে দেন জিমি নিশাম।
নিশামের পর রশিদকে ছক্কা মারেন মিচেলও। ওভারের শেষ বলে কাভারে ক্যাচ দিয়ে শেষ হয় নিশামের ক্যামিও। ১১ বলে তিন ছক্কা ও এক চারে তিনি করেন ২৭।
শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২০ রান। ওকসকে দুই ছক্কার পর চার মেরে এক ওভারেই কাজ সেরে ফেলেন মিচেল। নিশ্চিত করেন রোববারের ফাইনালে নিউ জিল্যান্ডের খেলা। যেখানে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমি-ফাইনালের জয়ী দল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ১৬৬/৪ (বাটলার ২৯, বেয়ারস্টো ১৩, মালান ৪১, মইন ৫১*, লিভিংস্টোন ১৭, মর্গ্যান ৪*; সাউদি ৪-০-২৪-১, বোল্ট ৪-০-৪০-০, মিল্ন ৪-০-৩১-১, সোধি ৪-০-৩২-১, স্যান্টনার ১-০-৮-০, নিশাম ২-০-১৮-১, ফিলিপস ১-০-১১-০)
নিউ জিল্যান্ড: ১৯ ওভারে ১৬৭/৫ (গাপটিল ৪, মিচেল ৭২*, উইলিয়ামসন ৫, কনওয়ে ৪৬, ফিলিপস ২, নিশাম ২৭*, স্যান্টনার ১*; ওকস ৪-০-৩৬-২, জর্ডান ৩-০-৩১-০, রশিদ ৪-০-৩৯-১, উড ৪-০-৩৪-০, লিভিংস্টোন ৪-০-২২-২)
ফল: নিউ জিল্যান্ড ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ড্যারিল মিচেল
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’