আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ওপেনিংয়ে সাকিব
দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2021 07:13 PM BdST Updated: 29 Oct 2021 07:13 PM BdST
একাদশে ওপেনার তিন জন। একটি জায়গা নিশ্চিত মোহাম্মদ নাঈম শেখের জন্য। তার সঙ্গী হবেন কে? নিজেকে খুঁজে ফেরা লিটন দাস নাকি দলে ফেরা সৌম্য সরকার। তাদের কেউই নয়, নাঈমের সঙ্গে ইনিংস শুরু করতে এলেন সাকিব আল হাসান!
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় শুরুতে নাঈম ও সাকিবকে পাঠায় বাংলাদেশ।
টুর্নামেন্ট জুড়ে ব্যাটিং ভোগাচ্ছে বাংলাদেশকে। রান আসছে না শুরুর জুটিতে। কাজে লাগানো যাচ্ছে না পাওয়ার প্লে। আগের চার ম্যাচ মিলিয়ে কেবল একবার ১৫ ছাড়াতে পেরেছে উদ্বোধনী জুটি।
নাঈমের সঙ্গে সৌম্য কিংবা লিটনের জুটিতে আসছে না রান। শুরুর জুটি নিয়ে ক্রমেই বাড়তে থাকা সমস্যা সমাধানের জন্য হন্যে হয়ে থাকা দল হাত বাড়িয়েছিল সাকিবের দিকে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৪০৩ ইনিংসে প্রথমবার ইনিংস ওপেন করে বাঁহাতি ব্যাটসম্যান অবশ্য করতে পারেননি তেমন কিছু। আউট হন ১২ বলে ৯ রান করে।
টি-টোয়েন্টিতে তিনে খেলে অভ্যস্ত সাকিব। ওপেনিংয়ে নেমে শুরুটা খারাপ ছিল না; কিন্তু তিনিই ফেরেন সবার আগে। আন্দ্রে রাসেলকে জায়গা বানিয়ে উড়িয়ে মারার চেষ্টায় সফল হননি। মিড অফে সহজ ক্যাচ মুঠোয় জমান জেসন হোল্ডার।
২১ রানে ভাঙে শুরুর জুটি। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ভালো শুরুর অপেক্ষা আরও বাড়ে বাংলাদেশের।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)