‘ইচ্ছে করে তো আর মন্থর ব্যাটিং করিনি’
মাসকাট থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2021 02:23 PM BdST Updated: 18 Oct 2021 02:23 PM BdST
সাকিব আল হাসান ২৮ বলে ২০। দুই ছক্কা ও এক চার মেরেও মুশফিকুর রহিম ৩৬ বলে ৩৮। এক ছক্কা ও এক চারে মাহমুদউল্লাহ ২২ বলে ২৩। টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে, যে কোনো প্রেক্ষাপটেই এই সংখ্যাগুলো বেমানান। দল হারার পর তাদের দিকে আঙুল ওঠাও স্বাভাবিক। অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য অভিমানের সুরে বললেন, ইচ্ছে করে তো আর তারা অমন ব্যাটিং করেননি!
স্কটল্যান্ডের বিপক্ষে জিততে ওভারপ্রতি সাত রান করে তুললেই চলত বাংলাদেশের। ওমান ক্রিকেট একাডেমি মাঠের দারুণ ব্যাটিং উইকেটে কাজটি খুব কঠিন হওয়ার কথা ছিল না। স্কটল্যান্ড দলে তো আর বিশ্বসেরা কোনো বোলার বা ভয়ঙ্কর কোনো অস্ত্র নেই! বাংলাদেশ দলও অনেক অভিজ্ঞ।
তার পরও রান তাড়ায় খেই হারায় বাংলাদেশ। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর সাকিব ও মুশফিকের জুটির সময়ই মূলত প্রয়োজনীয় রান রেট ক্রমশ বাড়তে থাকে। সাত থেকে আট, নয়ে উঠে যায় তা। অনেক লড়াইয়ের অভিজ্ঞ দুই সৈনিকের নেতিয়ে পড়া ব্যাটিং আর মানসিকতায় জুটিতে ৪৬ বলে রা আসে কেবল ৪৭।
এরপর মাহমুদউল্লাহ নেমেও রানের গতিতে পারেননি দম দিতে। উল্টো আরও বাড়িয়ে দেন চাপ। এক পর্যায়ে তার রান ছিল ১৫ বলে ১০। পরে একটি ছক্কা ও চার মেরেও পুষিয়ে দিতে পারেননি অধিনায়ক। বরং আউট হয়ে যান দলকে পরাজয়ের কিনারে ঠেলে।
ম্যাচের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল তাদের ব্যাটিংয়ের ধরন নিয়ে। অধিনায়কের অবশ্য তা ভালো লাগল মনে হলো না।
“আমরা তো আর ইচ্ছে করে মন্থর ব্যাটিং করিনি। সম্ভবত যে বাউন্ডারি মারতে চাচ্ছিলাম, সেগুলো মারতে পারিনি। পরেরবার চেষ্টা করব আরও ভালো করে যেন ব্যাটিং করতে পারি।”
দলের ব্যাটিং যে ভালো হয়নি, এটা অবশ্য স্বীকার করলেন অধিনায়ক। বারবারই তিনি পরাজয়ের কারণ হিসেবে বললেন ব্যাটিং ব্যর্থতার কথা।
“ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে আমরা ওরকম রান করতে পারিনি। এটা এমন একটা জায়গা, আমরা চেয়েছিলাম যেন পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারি। ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে হলে ভালো একটা শুরু প্রয়োজন। পরে মুশফিক, সাকিব কিছুটা কিছুটা রিকভারি করেছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা ভালো করতে পারিনি। উইকেট ভালো ছিল কিন্তু আমরা ব্যাটিং করতে পারিনি।”
“হয়তো এই ভাবনাটা ছিল যে, আমরা যদি স্পিনারদের অ্যাটাক করতে পারি, কিছু বড় রানের ওভার যদি নিতে পারি, তাহলে হয়তো রান রেটটা আমাদের নাগালের ভেতরেই থাকত। কিন্তু মাঝখানে আমরা উইকেট হারিয়েছি। বড় রানের ওভারগুলো নিতে পারিনি। এই কারণে আস্তে আস্তে ম্যাচ থেকে বেরিয়ে গেছি।”
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের