মূল পর্ব নিয়ে ‘চিন্তা হচ্ছে না’ মাহমুদউল্লাহর
মাসকাট থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2021 01:13 PM BdST Updated: 18 Oct 2021 03:08 PM BdST
হতাশা, ব্যর্থতা, না পারা, এরকম আরও অনেক শব্দমালা বারবার শোনা গেল মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলনে। মানসিকভাবে তাকে মনে হলো বিধ্বস্ত, সেই ছাপ তার চেহারায়ও। তবে দলের শঙ্কা-সম্ভাবনার কথা উঠতেই তিনি যেন একটু চাঙা। বাংলাদেশ অধিনায়ক বললেন, বিশ্বকাপের মূল পর্বে খেলা নিয়ে দুর্ভাবনা হচ্ছে না তার।
মোটে একটি ম্যাচই হয়েছে বাংলাদেশের। এক ম্যাচের হার। তবে লড়াইটা যখন কেবল তিন ম্যাচের, একটি হারও তখন দলকে ঠেলে দেয় গভীর খাদে। স্কটল্যান্ডের কাছে হারার পর বাংলাদেশের প্রথম রাউন্ড উতরানো নিয়ে শঙ্কার অবকাশ এখন যথেষ্টই।
তবে এখনই সেই ভাবনায় কাতর নন বলেই দাবি করলেন মাহমুদউল্লাহ।
“(মূল পর্ব নিয়ে শঙ্কা) ওরকম চিন্তা হচ্ছে না। আমরা আমাদের সেরা ক্রিকেট আজকে খেলতে পারিনি। যদি আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারতাম, তাহলে ফল আমাদের পক্ষেই আসত। অন্য কিছু না খেলে আমাদের সেরা ক্রিকেট খেলার কথাই চিন্তা করতে হবে।”
সেরা ক্রিকেট খেলার বিশ্বাস নিয়েই বিশ্বকাপে এসেছিল বাংলাদেশ। দেশের মাঠে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্ব আসরে খেলতে আসেন তারা। যদিও মিরপুরের মন্থর ও নিচু বাউন্সের উইকেটে পাওয়া সেই জয় নিয়ে প্রশ্ন ছিল অনেক। তবে কোচ, অধিনায়ক ও দলের সবাই বারবার বলছিলেন, জয়ের আত্মবিশ্বাস হবে বিশ্বকাপে দলের জ্বালানি।
সেই জয়গুলি কি তবে ভুল বিশ্বাসের জন্ম দিয়েছিল? অধিনায়ক তা উড়িয়ে দিলেন।
“আত্মবিশ্বাসের ব্যাপারটা সম্পূর্ণ ভুল। বাংলাদেশে আমরা যেরকম ক্রিকেট খেলেছি, কন্ডিশনের কারণেই খেলেছিলাম। ব্যাটিং করা কঠিন ছিল ওই কন্ডিশনে। তার পর এখানে এসে প্রথম প্রস্তুতি ম্যাচে দুইশ করলাম। যদিও এরপর দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছি, তার পরও মনে করি না যে সেসবের কোনো প্রভাব ছিল। আজকে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।”
মূল পর্ব নিয়ে না ভাবলেও নিজেদের ব্যর্থতা ভাবাচ্ছে অধিনায়ককে। দ্রুত শোধরাতে না পারলে যে বড় বিপদ অপেক্ষায়, তা তিনি অনুভব করতে পারছেন।
“আমাদের ব্যাটিং খুবই বাজে ছিল। খুবই হতাশার। আমরা যদি এই জিনিসগুলো এখন থেকে খেয়াল না করি, পরের ম্যাচে যদি একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করি, তাহলে আমাদের জন্য ভালো কিছু হবে না।”
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ