দারুণ একটি মাইলফলক স্পর্শ করলেন গুজরাট টাইটান্স অধিনায়ক গিল।
Published : 30 Mar 2025, 12:01 AM
আইপিএলে একক কোনো মাঠে হাজার রানের কীর্তি আছে মোট ১৬ জন ক্রিকেটারের। সবশেষ, এই তালিকায় নাম তুলেছেন শুবমান গিল। এখানে একটি জায়গায় তার ওপরে আছেন কেবল একজন- ক্রিস গেইল।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শনিবার ২৭ বলে ৩৮ রান করার পথে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক হাজার রান পূর্ণ করেন গুজরাট টাইটান্স অধিনায়ক গিল। এজন্য তার লেগেছে ২০ ইনিংস।
আইপিএলে কোনো মাঠে দ্বিতীয় দ্রুততম হাজার রানের রেকর্ড এটি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯ ইনিংসে হাজার ছুঁয়ে রেকর্ডটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক ব্যাটসম্যান গেইলের।
এই মাঠে ৪৪ ইনিংসে ক্যারিবিয়ান মহাতারকার রান এক হাজার ৫৬১। গড় ৪১.০৭ ও স্ট্রাইক রেট ১৫৯.৯৩। এখানে তার ফিফটি আছে ৮টি, সেঞ্চুরি ৩টি। ২০১৩ আসরে এখানেই পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে একাধিক মাঠে হাজার রান আছে শুধু ডেভিড ওয়ার্নারের। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩২ ইনিংসে তিন সেঞ্চুরিতে তার রান এক হাজার ৬২৩। দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে ৩৬ ইনিংসে একটি সেঞ্চুরিতে তিনি করেছেন এক হাজার ৪৮ রান।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০ ইনিংসে গিলের রান এখন এক হাজার ২৪। গড় ৬০.২৩ ও স্ট্রাইক রেট ১৬০.২৫। আইপিএলে তার চার সেঞ্চুরির তিনটিই এই মাঠে। গুজরাটের হোম ভেন্যু এটি। ২০২৩ আসরে এখানে ৯ ইনিংসে দুই সেঞ্চুরিতে ৭১.৫০ গড়ে তিনি করেছিলেন ৫৭২ রান।
কোনো এক মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ড কোহলির। আইপিএলের ১৮ আসরের সবগুলোতে বেঙ্গালুরুর হয়ে খেলা ভারতীয় তারকা চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮৬ ইনিংসে করেছেন ৩ হাজার ৪০ রান। গড় ৪০.৫৩ ও স্ট্রাইক রেট ১৪২.৫৮। সেঞ্চুরি আছে চারটি, ফিফটি ২২টি।
এক মাঠে দুই হাজারের বেশি রান আছে আর কেবল রোহিত শার্মার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭৯ ইনিংসে একটি সেঞ্চুরিতে তার রান ২ হাজার ২৯৫।