এ নিয়ে ৯ বার টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠলেন জো রুট।
Published : 31 Jul 2024, 03:16 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র্যাঙ্কিংয়ে পেলেন জো রুট। এক বছরের বেশি সময় পর এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ফিরলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। চার ধাপ পিছিয়ে গেছেন রুটের সতীর্থ হ্যারি ব্রুক। এক ধাপ করে এগিয়েছেন বাবর আজম, ড্যারিল মিচেল, স্টিভেন স্মিথ ও রোহিত শার্মা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রান করেন রুট। এই ইনিংসের সৌজন্যে কেন উইলিয়ামসনকে টপকে এক নম্বরে উঠে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক। তার নামের পাশে এখন ৮৭২ রেটিং পয়েন্ট।
দুইয়ে থাকা উইলিয়ামসনের ঝুলিতে ৮৫৯ পয়েন্ট। আগের সপ্তাহে তিন নম্বরে উঠে আসা ব্রুক এখন ৭৪৯ রেটিং নিয়ে সাতে। রুট, উইলিয়ামসন ছাড়া আর কারও আপাতত ৮০০ রেটিং নেই।
এ নিয়ে ৯ বার আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন রুট। ২০১৫ সালের অগাস্টে প্রথমবার এই মুকুট মাথায় তোলেন তিনি। আর এবারের আগে সবশেষ গত বছরের জুনে এক নম্বরে ছিল রুটের নাম।
এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ২৮ বলে ৫৭ রানের রেকর্ডগড়া ইনিংস খেলে ৪ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন বেন স্টোকস। প্রথম ইনিংসে ৯৫ রান করা জেমি স্মিথ ৩১ ধাপ লাফিয়ে উঠেছে এসেছেন ৬৪ নম্বরে।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার প্রথমবার সেরা বিশে পা রেখেছেন মার্ক উড। প্রথম ইনিংসে ২ উইকেটের পর দ্বিতীয়টিতে ৫ শিকার ধরেন ইংলিশ গতিময় পেসার। ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ৭ ধাপ এগিয়ে ২৬, ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ৪ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন।
বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে রাভিন্দ্রা জাদেজা।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চার নম্বর জায়গা পুনরুদ্ধার করেছেন ইয়াশাসভি জয়সওয়াল। শুবমান গিল ১৬ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ২১ নম্বরে। শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ১১ ধাপ এগিয়ে ১৫ ও কুসাল পেরেরা ৪০ ধাপ লাফিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন।
ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
বোলারদের মধ্যে এক নম্বর স্থান ধরে রেখেছেন আদিল রাশিদ। এছাড়া ৮ ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছেন ভারতের রাভি বিষ্ণই। ৪ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন আর্শদিপ সিং, ৬ ধাপ এগিয়ে ৪০ নম্বরে ওয়াশিংটন সুন্দার।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বরে মার্কাস স্টয়নিস।