ওয়ানডে দল থেকে জায়গা হারানো লিটন কুমার দাস ফেরার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, বললেন বাংলাদেশের প্রধান কোচ।
Published : 10 Feb 2025, 06:47 PM
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে বড় চমক ছিল লিটন কুমার দাসের বাদ পড়া। ওয়ানডেতে ফর্মহীনতার মাশুল গুনে থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে দলের প্রধান কোচ বলছেন, লিটনের মতো একজনকে মিস করবেন যে কেউ।
ওয়ানডেতে ২০২৩ বিশ্বকাপের শেষ ভাগ থেকেই চেনা ছন্দে নেই লিটন। গত বছর তো এই সংস্করণে নিজের সবচেয়ে বাজে সময় কাটিয়েছেন তিনি। সব মিলিয়ে সবশেষ সাত ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি স্টাইলিশ ব্যাটসম্যান। ১৩ ম্যাচ ধরে কোনো ফিফটি নেই ৩০ বছর বয়সী ব্যাটসম্যানের।
দল থেকে জায়গা হারানোর পর অবশ্য বিপিএলে সেরা সময়ের কিছু ঝলক দেখিয়েছেন লিটন।
গত ১২ জানুয়ারি ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল। দুই দিন আগে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। ১২ জানুয়ারি দুপুরে দল ঘোষণার পর দুর্বার রাজশাহীর বিপক্ষে রাতের ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৫ বলে ১২৫ রানের রেকর্ডগড়া ইনিংস। ছন্দ ধরে রেখে এক ম্যাচ পর আবার তিনি করেন ৭০ রান।
এই তিন ম্যাচের আগে বিপিএলেও পারফরম্যান্স ভালো ছিল না লিটনের। ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম চার ম্যাচে করেন মাত্র ৪২ রান। ফর্মহীনতায় একাদশ থেকেও বাদ পড়েছিলেন তিনি। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাকি সাত ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে প্রায় ৫৫ গড়ে তিনি করেছেন ৩২৬ রান।
জাতীয় দল থেকে বাদ পড়লেও লিটনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সিমন্স। সোমবার সংবাদ সম্মেলনে তাই দল থেকে বাদ পড়া ব্যাটসম্যানের প্রসঙ্গ আসতেই এক চিলতে হাসলেন বাংলাদেশের প্রধান কোচ।
“মজার বিষয় হলো, মাত্রই লিটনের সঙ্গে কথা হয়েছে আমার। যখন দল বাছাই করা হয়েছে... অবশ্যই ক্রিকেটার হিসেবে লিটন হতাশ ছিল যে সে স্কোয়াডে জায়গা পায়নি। তবে আমার মনে হয় সে এটাকে গ্রহণ করেই নিয়েছে এবং ব্যাটিং নিয়ে অনেক কাজ করছে।”
“বিপিএল চলাকালেই তাকে কিছুটা ফর্মে ফিরতে দেখেছি আমরা। তার মতো একজনকে মিস করতেই হবে। তবে আমরা জানি যে, সে এটি মেনে নিয়েছে, দল বাছাইয়ের সময় রান করছিল না। তাই এটি হয়েছে। তবে আমি আপনাদের বলতে পারি, ফেরার জন্য সে কঠোর পরিশ্রম করছে।”
লিটনের সামনে এখন সুযোগ আগামী মাসের ঢাকা প্রিমিয়ার লিগে রান করে নির্বাচকদের দুয়ারে আবার কড়া নাড়ার।