কাউন্টি ক্রিকেট
প্রায় ১৩ বছর পর কাউন্টিতে ফিরে বল হাতে দারুণ দিন কাটালেন সাকিব আল হাসান।
Published : 09 Sep 2024, 11:15 PM
নতুন ওভারের প্রথম বলে এলবিডব্লিউর জোরাল আবেদন। সাড়া দিলেন না আম্পায়ার। বাতাসে হাত ছুড়ে হতাশা প্রকাশ করলেন সাকিব আল হাসান। এক বল পরই মিলে গেল সাফল্য। দারুণ ডেলিভারিতে তিনি বোল্ড করলেন টম অ্যাবলকে। স্রেফ এক হাত উঁচিয়ে সারলেন উদযাপন। দিনের শেষ দিকে অভিজ্ঞ স্পিনার নিলেন আরও ৩ উইকেট।
প্রায় ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরে সারের হয়ে প্রথম দিনটা দারুণ কাটালেন সাকিব। টন্টনের দা কুপার অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে সমারসেটের বিপক্ষে ম্যাচের প্রথম দিন তার শিকার ৯৭ রানে ৪ উইকেট। দিনের ৯৫.৫ ওভারের মধ্যে তিনি একাই করেন ৩৩.৫ ওভার।
২০১০ কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথমবার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ঘরোয়া লিগে নাম লেখান সাকিব। সেবার উস্টারশায়ারের হয়ে ৮টি ম্যাচ খেলেন তিনি। পরের মৌসুমে একই দলের হয়ে তিনি খেলেন একটি ম্যাচ।
এক যুগের বেশি সময় পর সাকিবের কাউন্টিতে ফেরার ম্যাচে টস হেরে ফিল্ডিং পায় সারে। সাকিবকে সারের ক্যাপ তুলে দেন দলটির ক্যারিবিয়ান ফাস্ট বোলার কেমার রোচ।
১১তম ওভারে প্রথম আক্রমণে আনা হয় সাকিবকে। এরপর মাঝে এক ওভার বাদ দিয়ে ৬৬তম ওভার পর্যন্ত টানা বোলিং করানো হয় তাকে। পরে দিনের শেষ ঘণ্টায় আবার ৬ ওভারের স্পেলের জন্য ডাকা হয় তাকে।
সাকিবের সঙ্গে ড্যানিয়েল ওরালের দারুণ বোলিংয়ে ১২ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ৩১৭ রানে অলআউট হয়ে গেছে সমারসেট। ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে সারে।
রৌদ্রজ্জ্বল দিনে সবুজ উইকেটে প্রথম সেশনে সাফল্য পাননি সাকিব। ১১তম ওভারে বোলিং শুরুর পর প্রথম স্পেলে তিনি করেন টানা ১০ ওভার। লাইন-লেংথ ধরে রেখে আঁটসাঁট বোলিংয়ে ওই স্পেলে ৩ মেডেনসহ ২৯ রান খরচ করেন তিনি।
পরে প্রান্ত বদলে অন্য প্রান্ত থেকে শুরু করেন নতুন স্পেল। এবার দুই সেশন মিলিয়ে তিনি করেন টানা ১৮ ওভার।
ইনিংসের ৫৪তম ও নিজের ২১তম ওভারে প্রথম উইকেট নেন সাকিব। খানিক জোরের ওপর অফ স্টাম্প লাইনে করা ডেলিভারি পিচ করার পর সোজা চলে যায়। তড়িঘড়ি করে ব্যাট নামিয়েও রক্ষা পাননি ৪৯ রান করা অ্যাবল।
ওই স্পেলে সাকিবের সাফল্য এই একটিই।
পরে ৮৬তম ওভারে আবার তাকে আক্রমণে আনেন ররি বার্নস। এবার আর বেশি অপেক্ষা করতে হয়নি। স্পেলের তৃতীয় ওভারের প্রথম বলে তিনি বোল্ড করেন কেসি আলড্রিজকে। আর পঞ্চম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় স্টাম্পড হল ক্রেইগ ওভারটন।
দিনের শেষ ওভারে ফের আঘাত করেন সাকিব। দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন ব্রেট রান্ডেল।
সমারসেটের হয়ে সর্বোচ্চ ১৩২ রান করেন টম ব্যান্টন।