প্রথম তিন টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিতের পর এবার হারের তেতো স্বাদ পেল জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দল।
Published : 17 Sep 2024, 05:29 PM
নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রাখলেন বোলাররা। কিন্তু ব্যাটাররা পারলেন না দায়িত্ব নিয়ে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে। শ্রীলঙ্কা সফরে প্রথম হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ নারী ‘এ’ দল।
কলম্বোয় মঙ্গলবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৯ রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের ১২৪ রান তাড়ায় ১০৫ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা।
নামে ‘এ’ দল হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে জাতীয় দলের সব ক্রিকেটার নিয়েই গেছে বাংলাদেশ। কিন্তু দলটির ব্যাটারদের প্রস্তুতিটা ভালো হচ্ছে না, পরপর দুই ম্যাচে তারা করেছেন হতাশ।
আগের ম্যাচে স্রেফ ৯৭ রান করেও বোলারদের কল্যাণে জিততে পারে বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ নিশ্চিতের পর এবার আর ব্যাটাররা পারলেন না দলকে হারের তিক্ত অভিজ্ঞতা থেকে বাঁচাতে।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রতিপক্ষকে শুরু থেকে চাপে রাখে বাংলাদেশ। ফাহিমা খাতুন ও মারুফা আক্তারদের দারুণ বোলিংয়ে ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারায় লঙ্কানরা। তাদের প্রথম চার ব্যাটারের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক।
বিপর্যয়ে পড়া দলকে পথ দেখান অধিনায়ক সাথিয়া সান্দিপানি। পঞ্চম উইকেটে পিউমি ওয়াথসালাকে নিয়ে ৪২ বলে ৪৭ রানের জুটি গড়েন তিনি। ওয়াথসালা ৪টি চারে ২৯ বলে ২৯ রান করে বিদায় নেন।
পরে মালশা শেহানির সঙ্গে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সান্দিপানি। ৩ চারে ১৪ বলে ২১ রান করেন মালশা। এক ছক্কা ও ৩ চারে ৩৩ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন সান্দিপানি।
রান তাড়ায় প্রথম ওভারেই দিলারা আক্তারকে হারায় বাংলাদেশ। সোবাহানা মোস্তারি, মুর্শিদা খাতুন দুইজনেই ফেরেন ২ রান করে। ২১ রানে ৩ উইকেট হারানো দলের এক প্রান্ত ধরে রাখা অভিজ্ঞ শামিমা সুলতানা ১ ছক্কা ও ২ চারে ৪১ বলে ৩৮ রান করে বিদায় নেন।
তাজ নেহারের সঙ্গে শামিমার ৩৫ রানের জুটি বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। আর কোনো যুগল ২০ রানও স্পর্শ করতে পারেনি। এদিন নিগার সুলতানা ও রাবেয়া খানকে একাদশে রাখেনি বাংলাদেশ।
১৫ রান করা তাজের বিদায়ের পর আগ্রাসী ব্যাটিংয়ে দলের রান কিছুটা বাড়ান স্বর্ণা আক্তার। ১ ছক্কা ও ৩ চারে ১৯ বলে ২৮ রান করে ফেরেন তিনি। পরের ব্যাটারদের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।
এই সফরে দুই দলের প্রথম পঞ্চাশ ওভারের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। প্রকৃতির বাধায় ২০ ওভারে নেমে আসা দ্বিতীয় ম্যাচে জিতেছিল বাংলাদেশ। টানা জয়ের ধারায় এবার ছেদ পড়ল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা নারী ‘এ’ দল: ২০ ওভারে ১২৪/৪ (ভিহাঙ্গা ২, পুর্না ৮, মেন্ডিস ৯, ওয়েরাসিংহে ৪, সান্দিপানি ৪৬*, ওয়াথসালা ২৯, মালশা ২১*; মারুফা ৪-০-২১-২, জাহানারা ৪-০-৩২-১, জেসমিন ৩-০-১৩-০, নাহিদা ৩-০-২৩-০, ফাহিমা ৩-০-১৩-২, স্বর্ণা ২-০-২১-০)
বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৯.৩ ওভারে ১০৫ (দিলারা ০, শামিমা ৩৮, সোবহানা ২, মুর্শিদা ২, তাজ ১৫, স্বর্ণা ২৮, ফাহিমা ৩, নাহিদা ২, জাহানারা ১, মারুফা ৯, জেসমিন ১*; ভিমুকথি ৩.৩-০-১৫-২, মাদুশানি ৪-০-২২-২, মালশা ৪-০-২৮-১, থারুকা ৪-০-১৯-২, ভিহাঙ্গা ৪-০-২১-২)
ফল: শ্রীলঙ্কা ‘এ’ দল ১৯ রানে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ নারী ‘এ’ দল ৩-১ ব্যবধানে এগিয়ে