এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড

প্রাথমিক পর্বে প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ, সেমি-ফাইনাল দুটি হবে একই দিনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2022, 04:37 PM
Updated : 20 Sept 2022, 04:37 PM

রাউন্ড রবিন লিগে হতে যাচ্ছে নারীদের আসন্ন এশিয়া কাপ। ৭ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাইল্যান্ডকে পাচ্ছে শিরোপাধারী বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি মাঠে আগামী ১ অক্টোবর শুরু হবে মেয়েদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই প্রতিযোগিতা। আগামী ১৫ অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মঙ্গলবার দেওয়া সূচি অনুযায়ী, প্রাথমিক পর্বে প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। সেমি-ফাইনাল দুটি হবে একই দিনে। প্রথম ম্যাচ সকাল ৯টায় এবং দ্বিতীয়টি দুপুর দেড়টায়। 

প্রথম দিন থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সকালে। এক দিন পর একই সময়ে স্বাগতিকরা খেলবে পাকিস্তানের সঙ্গে। ৬ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে দুপুরে লড়বে নিগার সুলতানার দল। ভারতের সঙ্গেও একই সময়ে ম্যাচ, ৮ অক্টোবর। 

১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পরদিন প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই মাঠে গড়াবে সকালে।

প্রাথমিক পর্বের শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমি-ফাইনালে। প্রথম স্থানে থাকা দল লড়বে চতুর্থ হওয়া দলের সঙ্গে এবং দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে তৃতীয় হওয়া দল। আগামী ১৩ অক্টোবর হবে ম্যাচ দুটি। 

মেয়েদের এশিয়া কাপ সবশেষ মাঠে গড়িয়েছিল ২০১৮ সালে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশ ক্রিকেটকে প্রথম কোনো শিরোপা এনে দিয়েছিল সালমা খাতুন, নিগার সুলতানারা। 

বাংলাদেশে সবশেষ মেয়েদের কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় ওই বছরের অক্টোবরে, সফরে এসেছিল পাকিস্তান। এশিয়া কাপ দিয়ে দীর্ঘ সময় পর আবার এদেশে ফিরছে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট। আর সিলেটে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হচ্ছে মেয়েদের কোনো আন্তর্জাতিক ম্যাচ।