কাউন্টি ক্রিকেট
রান তাড়ায় শূন্য রানে ফিরলেন সাকিব, অবিশ্বাস্য এক জয় পেল সমারসেট।
Published : 12 Sep 2024, 11:42 PM
রান তাড়ায় ৩ উইকেটে ৯৫ থেকে নাটকীয় ব্যাটিং ধসে সারের স্কোর হয়ে গেল ৮ উইকেটে ১০১, দলটির হার মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। তবে নবম উইকেট জুটিতে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ম্যাচ বাঁচানোর আশা জাগালেন জর্ডান ক্লার্ক ও কেমার রোচ। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের, দিনের কয়েকটা মিনিট বাকি থাকতে তিন বলের মধ্যে শেষ ২ উইকেট তুলে নিয়ে সমারসেটকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।
এই ম্যাচ দিয়ে ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফেরেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার সারের হয়ে বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ধরেন ৫ শিকার। তবে ব্যাটিংয়ে ব্যর্থ তিনি দুই ইনিংসেই। প্রথম ইনিংসে ২৪ বলে করেন ১২, দ্বিতীয় ইনিংসে ৫ বলে শূন্য।
রান তাড়ায় ৪৭ বলে শূন্য করেন ক্লার্ক। ৩০ বলে শূন্য রানে অপরাজিত থাকেন রোচ।
টন্টনে বৃহস্পতিবার ম্যাচের শেষ দিন সমারসেটের শেষ উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন সাকিব।
এরপর ২২১ রানের লক্ষ্য তাড়ায় সতর্ক শুরু করেন ররি বার্নস ও ডব সিবলি। ২২তম ওভারে বার্নসের বিদায়ে ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। সেখান থেকে ৪৬ রানে যেতে আরও দুই ব্যাটসম্যানকে হারায় সারে।
চতুর্থ উইকেট জুটিতে সিবলি ও বেন ফোকস কাটিয়ে দেন প্রায় ৩০ ওভার। ৪৯ রানের এই জুটি ভাঙার পরই ধস নামে তাদের ব্যাটিংয়ে।
লিচ পরপর দুই ওভারে ফিরিয়ে দেন দুই থিতু ব্যাটসম্যানকে। সিবলি ১৮৩ বলে করেন ৫৬ রান, ফোকস ১০০ বলে ২০।
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে, ১৮ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার আর্চি ভন নিজের টানা তিন ওভারে তুলে নেন তিন উইকেট। এর মধ্যে আছেন সাকিবও, অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দেন তিনি।
১০ নম্বরে রোচ যখন ব্যাটিংয়ে নামেন, তখনও দিনের নির্ধারিত ৯ ওভার বাকি। লিচ ও ভনের স্পিন সামলে ম্যাচ ড্রয়ের পথে এগিয়ে নিতে থাকেন ক্লার্ক ও রোচ। একের পর এক বল ডিফেন্স করা আর ছেড়ে দেওয়ায় মনোযোগ দেন দুজন। ব্যাটে রান করছিলেন না কেউই।
ওই ৯ ওভার কাটিয়েও দেন তারা। তবে ১৫ মিনিটের মতো খেলা বাকি তখনও। ভনের আরেকটি ওভার পার করে দেন রোচ। এর পরের ওভারে লিচের চতুর্থ বলে ক্লার্কের বিদায়ে ভাঙে ৬৪ বল স্থায়ী জুটি। কিপারের গ্লাভসে ধরা পড়েন ক্লার্ক (৪৭ বলে ০)। এই জুটির পথে লেগ বাই থাকে দুটি বাউন্ডারি এলেও ব্যাটিংয়ে আসেনি কোনো রান।
দিনের বাকি তখন পাঁচ মিনিটের মতো। সব ফিল্ডারকে কাছে নিয়ে আসেন সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরি। এগারো নম্বর ব্যাটসম্যান ড্যানিয়েল ওরাল প্রথম বল ডিফেন্স করেন ভালোভাবে। পরের বল আঘাত হানে তার প্যাডে, এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। উল্লাসে মেতে ওঠেন সমারসেটের ক্রিকেটাররা।
সারেকে ১০৯ রানে গুটিয়ে ১১১ রানের জয় পায় সমারসেট।
ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সারের ২০ উইকেটই ভাগ করে নেন লিচ ও ভন। স্রেফ দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে ভন প্রথম ইনিংসে নেন ৬ উইকেট, লিচ ৪টি। দ্বিতীয় ইনিংসের দুজনেরই শিকার ৫টি করে।
এই ম্যাচ থেকে ২১ পয়েন্ট পেয়ে নিজেদের প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের আশাও জাগিয়েছে সমারসেট। ম্যাচটি শুরুর আগে ‘ডিভিশন ওয়ান’-এর টেবিলে শীর্ষে থাকা সারের চেয়ে সমারসেট পিছিয়ে ছিল ২৪ পয়েন্ট। সেই ব্যবধান নেমে এসেছে এখন ৮ পয়েন্টে। ১৯০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সমারসেট। ১৯৮ পয়েন্ট নিয়ে চূড়ায় ২২ বারের চ্যাম্পিয়ন সারে। ম্যাচ বাকি আর দুটি।
এই একটি ম্যাচের জন্যই কাউন্টিতে ফেরেন সাকিব। বাংলাদেশ দলের পাকিস্তান সফর শেষে ইংল্যান্ডে যান তিনি। আসছে ভারত সফরে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার।