চ্যাম্পিয়ন্স ট্রফি
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাসপ্রিত বুমরাহর ম্যাচ ফিটনেস পরখ করা হবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে।
Published : 19 Jan 2025, 11:51 AM
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে জাসপ্রিত বুমরাহ বল হাতে ছুটতে পারবেন কি না, সেটি চূড়ান্ত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সেদিনই আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে পরখ করা হবে, ভারতের বোলিং আক্রমণের মূল অস্ত্র কতটা প্রস্তুত।
ফিটনেস নিয়ে সংশয় থাকলেও বুমরাহকে রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে। সেই সংশয়ের সমাধানই খোঁজা হবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে।
দল ঘোষণার সংবাদ সম্মেলনে শনিবার প্রধান নির্বাচক আজিত আগারকার নিশ্চিত করে দিয়েছেন, ৬ ও ৯ ফেব্রুয়ারি ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বুমরাহকে পাওয়া যাবে না নিশ্চিতভাবেই। তৃতীয় ওয়ানডেতেই বুমরাহকে বাজিয়ে দেখার একমাত্র সুযোগ।
কোনো কারণ দেখানো ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পরিবর্তন আনার শেষ দিনও সেটি।
বুমরাহ প্রথম দুই ম্যাচে থাকবেন না বলেই ইংলিশদের বিপক্ষে সিরিজের স্কোয়াডে বিকল্প হিসেব রাখা হয়েছে হার্শিত রানাকে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলেছেন ২৩ বছর বয়সী পেসার। সীমিত ওভারে দেশের হয়ে তার অভিষেক হয়নি এখনও।
অস্ট্রেলিয়া সফরেই শেষ টেস্টে সিডনিতে পিঠের ব্যাথার কারণে মাঠ ছেড়ে যান বুমরাহ। পরে আর বোলিং করতে পারেননি তিনি।
কৌতূহল জাগানিয়া ব্যাপার হলো, তার চোট নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় বোর্ড। তার চোটের সুনির্দিষ্ট ধরনও জানা যায়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, তার এই চোট ‘স্ট্রেস’ সম্পর্কিত।
অস্ট্রেলিয়ায় ভারতের বোলিং আক্রমণকে প্রায় একাই টেনেছেন বুমরাহ। অসাধারণ পারফরম্যান্সে উইকেট নিয়েছেন রেকর্ড ৩২টি, বোলিং গড় ছিল ১৩.০৬। তবে ১৫১.২ ওভার বোলিংয়ের ধকল গেছে তার ওপর দিয়ে। তাতেই বিদ্রোহ করেছে শরীর।
দল ঘোষণার সংবাদ সম্মেলনে বুমরাহর চোট নিয়ে বিস্তারিত কিছু বললেন না প্রধান নির্বাচক আজিত আগারকারও। তবে এই পেসারের মাঠে ফেরার সম্ভাব্য ছবি তিনি তুলে ধরলেন।
“আমি যতটুকু জানি, তাকে পাঁচ সপ্তাহ বোলিং থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল, যেটি শেষ হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। ওই সময়ের কাছাকাছি গিয়ে আমরা সুনির্দিষ্ট করে ভালোভাবে জানতে পারব তার শারীরিক অবস্থা কেমন।”
“আমি এটা ব্যাখ্যা করার চেয়ে মেডিকেল বিভাগের কারও কাছ থেকে আসতে পারলেই ভালো। তবে আমাদেরকে ওই সময়ের কথাই বলা হয়েছে। আশা করি, এরপর সে ঠিকঠাক থাকবে।”
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। গ্রুপের অন্য দুই দল নিউ জিল্যান্ড ও পাকিস্তান।