বোর্ডার-গাভাস্কার ট্রফি
তবে ভারত অধিনায়ক রোহিত শার্মা বললেন, অভিজ্ঞ এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল।
Published : 08 Dec 2024, 06:08 PM
চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফিরে এরই মধ্যে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছেন মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়া সফরের দলে তাকে যোগ করার আলোচনা তাই বাড়ছে প্রতিনিয়ত। ভারত অধিনায়ক রোহিত শার্মাও বললেন, অভিজ্ঞ পেসারের জন্য দরজা খোলা সবসময়ই। তবে সবার আগে তার পুরোপুরি ফিট হয়ে ওঠা নিশ্চিত করতে চায় দল।
এক বছরের বেশি সময় ধরে শামিকে পাচ্ছে না ভারত। জাতীয় দলের জার্সিতে তার সবশেষ ম্যাচ ২০২৩ সালের ১৯ নভেম্বর, ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। ওই ম্যাচের পর আর দেশের প্রতিনিধিত্ব করেননি তিনি।
ডান পায়ের অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের পর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সিরিজ দিয়ে শামির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা জাগে। কিন্তু আশানুরূপ উন্নতি হয়নি তখন। সেই সঙ্গে বাঁ হাঁটুর সমস্যায়ও পড়েন তিনি।
অস্ট্রেলিয়া সফরের জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণেও ছিলেন শামি। তবে শেষ পর্যন্ত সুযোগ হয়নি গত মাসের মাঝমাঝিতে রাঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে মাঠে ফেরা এই পেসারের। মধ্য প্রদেশের বিপক্ষে বেঙ্গলের হয়ে ওই লড়াইয়ে মোট সাত উইকেট নেন তিনি।
চলমান সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বেঙ্গলের জার্সিতে সাত ম্যাচ খেলেছেন শামি। প্রথম দুই ম্যাচে চার উইকেট নেওয়া ৩৪ বছর বয়সী ক্রিকেটার সবশেষ দুই ম্যাচেও ধরেন চার শিকার। মাঝের তিন ম্যাচে ছিলেন উইকেটশূন্য।
শামি মাঠে ফেরার পর থেকেই তাকে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে যোগ করা নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে আলোচনা। স্বাগতিকদের বিপক্ষে অ্যাডিলেইডে দিন-রাতের টেস্টে রোববার ১০ উইকেটে হারার পর রোহিতের সংবাদ সম্মেলনেও উঠল শামিকে ফেরানোর প্রসঙ্গ।
কদিন আগে শামির হাঁটুতে নতুন করে ফোলা ভাব দেখা দেওয়ার কথাও উল্লেখ করেন রোহিত। তাই এখনই তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তারা।
“আমরা তাকে পর্যবেক্ষণ করছি, কারণ সৈয়দ মুশতাক আলি টুর্নামেন্টে খেলার সময় তার হাঁটুতে কিছুটা ফোলা ভাব দেখা দেয়, যা তার টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায়। আমরা খুব সতর্ক থাকতে চাই, এমন অবস্থায় তাকে এখানে (অস্ট্রেলিয়ায়) আনতে চাই না, কারণ তাতে যদি সে (নতুন করে) চোট পায় কিংবা (খারাপ) কিছু ঘটে।”
“আমরা তাকে নিয়ে শতভাগের চেয়েও বেশি নিশ্চিত হতে চাই, কারণ এটা (ফেরার লড়াই) অনেক লম্বা সময় ধরে চলছে। এখানে এসে দলের জন্য খেলতে আমরা তার ওপর চাপ দিতে চাই না। পেশাদাররা তাকে পর্যবেক্ষণ করছেন, তাদের মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব। তারাই প্রতি ম্যাচে শামিকে দেখছে, ম্যাচের পর, চার ওভার বোলিং করার পর, ২০ ওভার পর শারীরিকভাবে সে কেমন থাকছে। তবে তার জন্য যে কোনো সময় এসে খেলার দরজা খোলা আছে।”
ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের সিরিজটি দুই ম্যাচ শেষে এখন ১-১ সমতায়। ব্রিজবেনে তৃতীয় টেস্ট শুরু আগামী শনিবার।