বোর্ডার-গাভাস্কার ট্রফি
ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল বলেছেন, আঙুলের চোট থেকে সেরে ওঠার পথে অনেকটা উন্নতি করেছেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান।
Published : 20 Nov 2024, 04:58 PM
এমনিতেই রোহিত শার্মাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে ব্যাটিং অর্ডার নিয়ে তাই দুশ্চিন্তায় ভারত। এই পরিস্থিতিতে শুবমান গিলকে পাওয়ার আশা এখনই ছাড়ছে না সফরকারীরা। দলটির বোলিং কোচ মর্নে মর্কেল বলেছেন, চোট পাওয়া টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য টেস্ট শুরুর সকাল পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
কদিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত। আগামী শুক্রবার শুরু হতে যাওয়া পার্থ টেস্টে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। আপাতত স্ত্রী-সন্তানের সঙ্গে আছেন ভারতের নিয়মিত অধিনায়ক। দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।
রোহিত না থাকলে ভারতের ব্যাটিং অর্ডারে দেখা দেবে অভিজ্ঞতার ঘাটতি। এই সময়ে আবার চোটের সঙ্গে লড়ছেন ২৫ বছর বয়সী গিল। নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে স্লিপে ফিল্ডিংয়ের সময় বলের আঘাতে তার বৃদ্ধাঙ্গুলে চিড় ধরেছে। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনাও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
মর্কেল অবশ্য শুনিয়েছেন আশার বানী। দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার বলেছেন, সেরে ওঠার পথে বেশ ভালো উন্নতি করছে গিল। তাই তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
“শুবমান প্রতিদিন উন্নতি করছে। নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে সে বাজেভাবে আঘাত পেয়েছে। আমার মনে হয়, তাকে একেকটি দিন ধরে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।”
“তার সেরে ওঠার ব্যাপারে আশা করা হচ্ছে। আমরা টেস্ট ম্যাচের সকাল পর্যন্ত তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করব।”
রোহিত কিংবা গিলকে না পেলেও অবশ্য ঘাবড়ানোর কিছু দেখছেন না মর্কেল। তার মতে, এমনটা হলে সামনে এগিয়ে নিজেদের প্রমাণ করার জন্য দারুণ একটি সুযোগ পাবেন তরুণরা।
“তরুণদের জন্য এটা দারুণ শিক্ষণীয় ব্যাপার হবে, যারা মানসম্পন্ন টেস্ট বোলিং আক্রমণের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া খুব বেশি খারাপ বল করবে না।”
“তবে দলের মধ্যে ভালো নেতৃত্ব আছে, যারা তরুণদের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। দল হিসেবে আমরা সবাই চ্যালেঞ্জের জন্য রোমাঞ্চিত।”
অস্ট্রেলিয়া সফরের পাঁচ টেস্টের সিরিজের দলে মোহাম্মদ শামিকে যোগ করা নিয়ে চলছে আলোচনা। দীর্ঘ এক বছর পর চোট কাটিয়ে মাঠে ফিরে ভালোই করেছেন অভিজ্ঞ এই পেসার। রাঞ্জি ট্রফির ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।
তবে শামিকে নিয়ে তাড়াহুড়ার কিছু দেখছেন না ভারতের বোলিং কোচ মর্কেল।
“আমরা অবশ্যই শামির ওপর নজর রাখছি। সে বিশ্বমানের বোলার। আমাদের বুঝতে হবে, প্রায় এক বছর ধরে সে খেলার বাইরে (ছিল)। আমাদের তাকে এবং তার শরীরকে সম্মান করতে হবে। এটা অনেক বড় একটা ইতিবাচক বিষয় যে, সে আবার খেলছে এবং উইকেট নিচ্ছে।”