আইপিএল
Published : 30 Apr 2025, 10:28 PM
আইপিএলে অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছিলেন বৈভাব সুরিয়াভানশি। তৃতীয় ম্যাচে রেকর্ডগড়া সেঞ্চুরির পর তা রূপ নিয়েছে প্রবল জোয়ারে। বয়স কেবল ১৪। গোটা ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দেওয়া ব্যাটসম্যানকে নিয়ে তাই ভীষণ সতর্ক রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের প্রধান কোচ ও ভারতীয় ব্যাটিং গ্রেটের মতে, কেবলই উন্নতি করছেন সুরিয়াভানশি। অল্প বয়সে তারকাখ্যাতি পেয়ে যাওয়া এই কিশোরের পাশে থাকাটাই এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
গুজরাট টাইটান্সের বিপক্ষে গত সোমবার ১১ ছক্কায় ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুরিয়াভানশি। ৩৫ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। আইপিএলে যা দ্বিতীয় দ্রুততম, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম। ১৪ বছর ৩২ দিন বয়সে খেলেন ইনিংসটি। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। ১৮ বছর বয়সের নিচে সেঞ্চুরি করতে পারেননি আর কেউ।
তার ইনিংসটি এতটাই চোখধাঁধানো ছিল যে, সেঞ্চুরির পর হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যান কোচ দ্রাবিড়। পায়ের চোটের কারণে আসরের শুরু থেকে হুইলচেয়ার বসে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। চারদিক থেকে আসতে শুরু করে অভিনন্দন বার্তা। সাচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা থেকে শুরু করে মাইকেল ভন, মার্ক ওয়াহ, ক্রিকেটের একেকজন মহীরুহ উচ্ছ্বসিত প্রশংসা করেন সুরিয়াভানশির।
রাতারাতিই তিনি পেয়ে গেছেন তারকাখ্যাতি। সংবাদমাধ্যম থেকে শুরু করে সবার নজর এখন প্রতিভাবান এই ব্যাটসম্যানের দিকে। ভারতের মতো ক্রিকেট পাগল দেশে যেকোনো ক্রিকেটারের জন্য এসব থেকে নিজেকে দূরে রাখা কঠিন। দ্রাবিড় মেনে নিচ্ছেন সেই বাস্তবতা। তারপরও বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের হয়ে পাঁচশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক ব্যাটসম্যান বললেন, যতটা সম্ভব আগলে রাখতে হবে সুরিয়াভানশিকে।
“বৈভাব সুরিয়াভানশির মতো একজনকে কিভাবে সুরক্ষিত রাখা যায়? আমার মনে হয় না কোনো উপায় আছে। আমার মনে হয় না, তার চারপাশে যা ঘটছে তা পুরোপুরি এড়িয়ে চলতে পারবে সে। তার চারপাশে যা কিছু ঘটতে চলেছে, তা হয়তো তার বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাই না? মানুষ তাকে নিয়ে কতটা কথা বলবে বা মানুষ তার সম্পর্কে কী বলবে, তা আমি নিয়ন্ত্রণ করতে পারি না, অথবা আপনাদের মিডিয়ার লোকদেরও সে নিয়ন্ত্রণ করতে পারবে না। স্রেফ মেনে নিতে হবে যে, এসব ঘটতে পারে।”
“যা করতে হবে তা হলো, তাকে একটা নির্দিষ্ট পর্যায়ে সমর্থন দেওয়া, এই সবকিছু সামলাতে সাহায্য করা এবং কিশোর বয়সে তারকা হয়ে ওঠার জন্য তাকে সেই জায়গাটা দেওয়া। আমার মনে হয়, তার শুধু সাফল্যই নয়, তার সম্ভাব্য ব্যর্থতাগুলোও কিভাবে লিখবেন, সেই বিষয়ে আপনাদের মিডিয়ায় অনেকেই দায়িত্বশীল হতে পারেন, তাই না? ক্রিকেটের মতো একটি খেলায় বাস্তববাদী হওয়া উচিত, যেখানে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে, সে একজন কিশোর, যে তার পথ খুঁজে নিচ্ছে।”
সুরিয়াভানশিকে তার নিজের মতো করেই বেড়ে উঠতে দেওয়া উচিত বলে মনে করেন দ্রাবিড়।
“সে কেবলই বিকশিত হচ্ছে, আরও উন্নতি করছে। তাড়াহুড়ো করে তাকে নিয়ে এমন কিছু ঘোষণা করা উচিত নয় কারো, আসলে যা সে নয়। সে যা, তাই। সে অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়, স্কিল ও সামর্থ্য নিয়ে সত্যিই কঠোর পরিশ্রম করছে সে। তবে তাকে উন্নতি করতে হবে।”
গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামেই ঝড় তোলেন সুরিয়াভানশি। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে জিতে ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান। তার বয়স নিয়ে বিতর্ক থাকলেও, আইপিএলের ইতিহাসে নিলামে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হয়ে যান তিনি।
আসরের প্রথম দিকে সুযোগ না পেলেও পরে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলানো হয় তাকে। ১৪ বছর ২৩ দিন বয়সে মাঠে নেমে আইপিএলে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ক্রিকেটারও হয়ে যান তিনি। সেই উপলক্ষ রাঙান তিনি প্রথম বলেই চোখধাঁধানো শটে ছক্কা মেরে! ৩ ছক্কা ও ২ চারে ২০ বলে করেন ৩৪ রান। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২ ছক্কায় ১২ বলে করেন ১৬ রান।
তারপরই ওই সেঞ্চুরি।