‘দলের চেয়ে বড় কেউ নয়’ এই মন্ত্রে উজ্জীবিত দল গড়ে তুলছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।
Published : 13 Oct 2024, 09:53 AM
সাঞ্জু স্যামসনের রান তখন ৯৬। ইনিংসের ১২ ওভার শেষ হয়েছে মোটে। চাইলে নিরাপদে শতরানে পৌঁছার পথ খুব সহজেই বেছে নিতে পারতেন তিনি। কিন্তু শেখ মেহেদি হাসানকে মাথার ওপর দিয়ে উড়িয়ে দেশের হয়ে প্রথম শতরান পূর্ণ করলেন স্যামসন। এটিকেই ম্যাচ শেষে উদাহরণ হিসেবে তুলে ধরলেন সুরিয়াকুমার ইয়াদাভ। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, নিজের চেয়ে যারা দলকে বড় করে দেখেন, শুধু এমন ক্রিকেটারদের নিয়েই দল গড়তে চান তিনি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে রোহিত শার্মা, ভিরাট কোহলিদের অবসরের পর ভারতের টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় সুরিয়াকুমারকে। এই সময়ে কোচিংয়েও আসে পরিবর্তন। প্রধান কোচের দায়িত্ব নেন গৌতাম গাম্ভির। দুজনের এই সংযোগের শুরুটা হয়েছে দারুণ। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে প্রথম দুই টি-টোয়েন্টিতে জেতে ভারত। শেষ ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে জিতে নেয় ভারতই। এরপর এবার তিন ম্যাচের সিরিজে তারা স্রেফ বিধ্বস্ত করল বাংলাদেশকে।
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর সুরিয়াকুমার বললেন, সিরিজ থেকে তার বড় প্রাপ্তি দলকে স্বার্থহীন ক্রিকেট খেলতে দেখা।
“আমার মনে হয়, দল হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সিরিজ শুরুর আগে যেটা বলেছিলাম, নিঃস্বার্থ ক্রিকেটারদের দলে চাই আমি। আমরা নিঃস্বার্থ একটি দল হয়ে উঠতে চাই এবং মাঠের ভেতরে পরস্পরের পারফরম্যান্স উপভোগ করতে চাই ও মাঠের বাইরে যতটা সম্ভব একত্রে সময় কাটাতে চাই। সেই সৌহার্দ্যকে আমরা মাঠের ক্রিকেটেও বয়ে আনতে চাই এবং উপভোগ করতে চাই।”
উদাহরণ হিসেবে সুরিয়াকুমার তুলে ধরলেন স্যামসনকে। আগের দুই ম্যাচে প্রত্যাশিত স্কোর গড়তে না পারা ব্যাটসম্যানকে আরেকটি সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু নিজের জন্য বড় স্কোরের কথা না ভেবে তিনি প্রথম থেকেই দারুণ সব শট খেলতে থাকেন। ৬২ রান থেকে তিনি টানা ৫টি ছক্কা মেরেছেন রিশাদ হোসেনকে। পরে মেহেদির বলে চার মেরে পৌঁছেছেন সেঞ্চুরিতে।
সুরিয়াকুমার বললেন, দলের কাছ থেকে এমন কিছুই প্রত্যাশা করেন তিনি ও কোচ গাম্ভির।
“দলের ভেতর আলোচনাটা এরকমই থাকে। সিরিজ শুরুর আগে এসব কথাই বলেছেন গৌতি ভাই। আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছিলাম, তখনও তিনি এসবই বলেছিলেন। দলের চেয়ে বড় কেউ নয়। কেউ যদি ৪৯ বা ৯৯ রানে থাকে, যদি মনে হয় যে বড় শট খেলতে হবে দলের জন্য, তাহলে তাকে শট খেলতে হবে। সাঞ্জু এটিই করেছে। ওর জন্য খুবই খুশি আমি।”
টি-টোয়েন্টিতে ভারতের পরের চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা সফরে চার ম্যাচের সিরিজ। টেস্ট দল তখন ব্যস্ত থাকবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের প্রস্তুতিতে।