১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফেরার ম্যাচে একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অলরাউন্ডার।
Published : 11 Sep 2024, 11:56 PM
সাকিব আল হাসানের অফ স্টাম্পের বল ডিফেন্স করতে গেলেন জেমস রিউ। তার ব্যাটের কানা ছুঁয়ে কিপারের প্যাডে লেগে যাওয়া বল স্লিপে মুঠোয় জমালেন ডম সিবলি। সাকিব স্পর্শ করলেন আরেকটি মাইলফলক, প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেট।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’ ম্যাচে বুধবার সমারসেটের বিপক্ষে ৪ উইকেট নেওয়ার দিনে মাইলফলকটি স্পর্শ করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ১০৬তম ম্যাচে পূর্ণ হলো তার সাড়ে তিনশ উইকেট।
সারের হয়ে এই ম্যাচ দিয়ে ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নামেন সাকিব। প্রথম দিন প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট নেন তিনি।
টন্টনে ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে টানা ২৫ ওভারের স্পেলে ৮৩ রান দিয়ে তিনি ফের নিয়েছেন ৪ উইকেট। পাঁচ উইকেট নেওয়ার সুযোগও আছে তার।
৯ উইকেটে ১৯৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করবে সমারসেট।
দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল হাতে পান সাকিব। দ্বিতীয় বলেই দারুণ এক ডেলিভারিতে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে বোল্ড করে দেন তিনি।
পরের ওভারে সারে আরেকটি সাফল্য পায় ক্যারিবিয়ান পেসার কেমার রোচের হাত ধরে।
সাকিব নিজের পঞ্চম ওভারে এলবিডব্লিউ করে ফেরান টম অ্যাবেলকে। তৃতীয় উইকেটের দেখা পান তিনি নিজের চতুর্দশ ওভারে, এবার এলবিডব্লিউ করেন লুইস গ্রেগরিকে।
পরের ওভারেই রিউকে ফিরিয়ে ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
১৫৩ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে সমারসেট। এরপর সারের মাথাব্যথার কারণ হয়ে ওঠে শেষ উইকেট জুটি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টম ব্যান্টন চোটের কারণে এবার ব্যাটিংয়ে নামেন শেষ ব্যাটসম্যান হিসেবে। ঠিকমতো হাঁটতে না পারায় ‘রানার’ নিয়ে ব্যাটিং করছেন তিনি।
দিনের শেষ ৮ ওভারে এই জুটি ভাঙতে পারেনি সারে। সাকিবের পাঁচ উইকেটের অপেক্ষাও তাই বেড়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ তার পাঁচ উইকেট নেওয়ার দুই বছর পেরিয়ে গেছে। ২০২২ সালের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ৯৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ১৬ ইনিংসে আর এই স্বাদ পাননি।