দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে এই প্রথম বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।
Published : 04 Nov 2024, 11:59 PM
প্রায় ২০ বছরের ক্যারিয়ার সাকিব আল হাসানের। দীর্ঘ এই পথচলায় যে অভিজ্ঞতা আগে কখনও হয়নি, এবার তেমন কিছুর সম্মুখীন হয়েছেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার বোলিং অ্যাকশন নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত সেপ্টেম্বরের শুরুতে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এ তে একটি ম্যাচ খেলেন সাকিব। হুট করে ক্রিকেটারের অভাবে পড়ায় সমারসেটের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের তারকা ক্রিকেটারের শরণাপন্ন হয় সারে কাউন্টি দল। তাদের ডাকে সাড়া দিয়ে প্রায় ১৩ বছর পর কাউন্টিতে খেলতে যান তিনি।
সমারসেটের মাঠ টন্টনে বল হাতে চমৎকার পারফরম্যান্স করেন সাকিব। ২০১০-১১ মৌসুমের পর কাউন্টিতে ফেরার ম্যাচে বাঁহাতি স্পিনে ৯ উইকেট নেন তিনি। যদিও ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে।
ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করেন সাকিব। তার ওভারে চাকিংয়ের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। তবে প্রায় দুই মাস পর জানা গেছে, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার স্টিভ ও'শনেসি ও ডেভিড মিল্নস।
আপাতত সাকিবকে খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। কাউন্টি খেলে ফেরার পর ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে দুটি টেস্টও খেলেন তিনি।
ইএসপিএনক্রিকইনফোর সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার ব্যাপারে সাকিবের সঙ্গে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন আন্তর্জাতিক আঙিনায় ১৮ বছর খেলে ফেলা সাকিব।
ইংলিশ ক্রিকেট বোর্ড ইসিবি কিংবা কাউন্টি চ্যাম্পিয়নশিপের পক্ষ থেকে এনিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। ইএসপিএনক্রিকইনফোও কোনো সূত্রের কথা নিজেদের প্রতিবেদনে খোলাসা করেনি।
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এই প্রথম বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হলেন সাকিব। স্বীকৃত ক্রিকেটে ৮৬০ ম্যাচ খেলা এই অলরাউন্ডারের শিকার এক হাজার ২৪৭ উইকেট।
দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৪৭ ম্যাচ খেলে সাকিবের উইকেট ৭১২টি। যেখানে ৭১ টেস্ট খেলে তার শিকার ২৪৬ উইকেট।
সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। নিরাপত্তার কারণ দেখিয়ে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লিগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব।